রবিবার,১২ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ


স্বাধীনতা দিবস উপলক্ষ্যে বিএনপির ৭দিনের কর্মসূচী


পূর্বাশা বিডি ২৪.কম :
১৩.০৩.২০১৭

পূর্বাশা ডেস্ক:

মহান স্বাধীনতা ও জাতীয় দিবসের দিন রাজধানীসহ সারাদেশে ‘স্বাধীনতা র‌্যালী’সহ ৭ দিনের কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি। ২৬ মার্চ বিকাল তিনটায় রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে স্বাধীনতা র‌্যালী হবে।

সোমবার দুপুরে নয়া পল্টনে এক সংবাদ সম্মেলনে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এই কর্মসূচি ঘোষণা করেন। এরআগে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সভাপতিত্বে যৌথসভায় এই সিদ্ধান্ত হয়।

ঘোষিত কর্মসুচির মধ্যে রয়েছে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নেতৃত্বে সিনিয়র নেতারা ২৬ মার্চ সকাল ৭টায় সাভারে জাতীয় স্মৃতিসৌধে এবং সকাল ৯টায় শেরে বাংলা নগরের শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে পুস্পমাল্য অর্পণ করবেন। স্বাধীনতা দিবসের দিন সকালে নয়াপল্টনে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, আলোক সজ্জাকরণ করা হবে। এছাড়া ওই দিন জাসাসের উদ্যোগে সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠান, যুবদলের উদ্যোগে আলোকচিত্র প্রদর্শনী, ছাত্রদলের উদ্যোগে চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করবে।

এছাড়া ২৭ মার্চ জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের উদ্যোগে ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউশন মিলনায়নে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা হবে। এতে দলের চেয়ারপারসন খালেদা জিয়া প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন।

রিজভী জানান, এবছর আলোচনা সভার পরিবর্তে দেশব্যাপী র‌্যালী ও রচনা প্রতিযোগিতা করার সিদ্ধান্ত হয়েছে।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি