আমাদের সমাজে এমন কিছু বিষয় রয়েছে যেগুলোকে মানুষ তুচ্চ মনে করে। অথচ ইসলামের দৃষ্টিতে এসব বিষয় খুবই গুরুতর অপরাধ। যেমন,
১। আল্লাহর সাথে কাউকে সমতুল্য করা।
২।নবী সা : কে অপমান করা।
৩।কবরপূজা, পীরপূজা, মাজারপূজা।
৪।গায়রুল্লাহর নামে যবেহ করা।
৫।হালালকে হারাম ও হারামকে হালাল মনে করা।
৬।জাদু ও ভাগ্যগণনা।
৭।রাশিফল ও মানব জীবনের ওপর গ্রহ-নক্ষত্রের প্রভাব সম্পর্কিত বিশ্বাস।
৮। স্রষ্টা যেসব বস্তুতে যে কল্যাণ রাখেননি
৯।তাতে সে কল্যাণ থাকার আকীদা পোষণ করা।
১০।লোক দেখানো ইবাদত।
১১। কুলক্ষণ।
১২।আল্লাহ ব্যতীত অন্যের নামে কসম করা।
১৩।খাতির জমানোর জন্য মুনাফিক ও ফাসিকদের সঙ্গে উঠাবসা করা।
১৪।নামাযে ধীরস্থিরতা পরিহার করা।
১৫। নামাযে অনর্থক কাজ ও বেশি বেশি নড়াচড়া করা।
১৬।নামাযে ইচ্ছাপূর্বক ইমামের আগে মুক্তাদীর গমন করা।
১৭। পেঁয়াজ-রসুন কিংবা দুর্গন্ধযুক্ত বস্তু খেয়ে মসজিদে গমন।
১৬। ব্যভিচার।
১৭।পুংমৈথুন বা সমকামিতা, স্ত্রীর পিছনের রাস্তা ব্যবহার করা সহবাসের সময়।
১৮।শর‘ঈ ওযর ব্যতীত স্ত্রী কর্তৃক স্বামীর শয্যা গ্রহণ অস্বীকার করা।
১৯। শর‘ঈ কারণ ব্যতীত স্ত্রী কর্তৃক স্বামীর নিকট তালাক প্রার্থনা করা।
২০।যিহার, আজল করা।
২১।মাসিকের সময় স্ত্রী সহবাস করা।
২২। পশ্চাৎদ্বার দিয়ে স্ত্রীগমন, ও স্ত্রীর মুখের ভিতর ও চেহারার উপর বীর্যপাত করা।
২৩।স্ত্রীদের মধ্যে সমতা রক্ষা না করা।
২৪।গায়রে মাহরাম মহিলার সাথে নির্জনে অবস্থান।
২৫।বিবাহ বৈধ নয় এমন মহিলার সাথে করমর্দন।
২৬।পুরুষের মাঝে সুগন্ধি মেখে নারীর গমনাগমন।
২৭।মাহরাম আত্মীয় ছাড়া স্ত্রীলোকের সফর।
২৮।গায়ের মাহরাম মহিলার প্রতি ইচ্ছাপূর্বক দৃষ্টিপাত করা।
২৯।দাইয়ূছী।
৩০।নিজ সন্তানের পিতৃত্ব অস্বীকার করা।
৩১।সূদ খাওয়া
৩২।বিক্রিত পণ্যের দোষ গোপন করা।
৩৩। দালালী করা।
৩৪। জুমু‘আর আযানের পরে কেনা-বেচা করা।
৩৫। জুয়া।
৩৬।চুরি করা।
৩৭। জমি আত্মসাৎ করা।
৩৮।ঘুষ।
৩৯।সুপারিশের বিনিময়ে উপহার গ্রহণ।
৪০। শ্রমিক থেকে ষোলআনা শ্রম আদায় করে পুরো মজুরী না দেওয়া।
৪১।সন্তানদের উপহার প্রদানে সমতা রক্ষা না করা।
৪২। ভিক্ষাবৃত্তি।
৪৩।ঋণ পরিশোধে অনীহা প্রকাশ করা।
৪৪।হারাম ভক্ষণ।
৪৫।মদ্যপান।
৪৬।সোনা-রূপার পাত্র ব্যবহার ও তাতে পানাহার করা।
৪৭। মিথ্যা সাক্ষ্যদান।
৪৮।বাদ্যযন্ত্র ও গান।
৪৯। গীবত বা পরনিন্দা।
৫০।চোগলখুরী করা।
৫১।অনুমতি ব্যতীত অন্যের বাড়িতে উকি মারা।
৫২।মহিলাদের খাটো, পাতলা ও আঁটসাঁট পোষাক পরিধান করা।
৫৩। স্ত্রীর অঘোচরে সহবাসের সময় বাহিরে বীর্য ফেলে দেয়া।
৫৪।স্ত্রীকে জোর করে জন্ম নিয়ন্ত্রক টেবলেট খাওয়ানো বা ইন্জেকশন করানো।