রবিবার,২৮শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ


এখন চট্টগ্রামে ‘নব্য জেএমবির’ মুছা , চাপে পুলিশ


পূর্বাশা বিডি ২৪.কম :
১৫.০৩.২০১৭

পূর্বাশা ডেস্ক:

চট্টগ্রামের মিরসরাইয়ে কাউন্টার টেররিজম ইউনিট যে জঙ্গি আস্তানা থেকে গ্রেনেড-বিস্ফোরক উদ্ধার করা হয়েছে, সেই আস্তানাটি বানিয়েছিল নব্য জেএমবি। নিষিদ্ধ ঘোষিত সংগঠন জেএমবির নব্য ধারার শীর্ষ নেতা মুছা বৃহত্তর চট্টগ্রামের সমন্বয়কের দায়িত্ব পেয়ে সেই আস্তানায় অবস্থান নিয়েছিল।

কুমিল্লায় আটক দুই জঙ্গির কাছ থেকে মুছার বিষয়ে তথ্য পেয়ে জেলা পুলিশ ও সিএমপি আলাদাভাবে তাকে গ্রেফতারে অভিযানে নেমেছে। উর্দ্ধতন পর্যায়ের নির্দেশে পুলিশের চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি শফিকুল ইসলাম সার্বিক বিষয়টি তদারক করছেন।

জানতে চাইলে সিএমপি কমিশনার মো.ইকবাল বাহার বাংলানিউজকে বলেন, আমরা এবং জেলা পুলিশ মুছাকে গ্রেফতারে কাজ করছি। আমরা কয়েকটা টিম গঠন করে মাঠে নামিয়েছি। চট্টগ্রামে মুছার অবস্থান শনাক্ত করা এবং তাকে ঠেকাতে যা করা দরকার আমরা করছি।

সূত্রমতে, কাউন্টার টেররিজম ইউনিটের সঙ্গে সমন্বয় করে সিএমপির তিনটি টিম নব্য জেএমবি মুছার সন্ধানে কাজ করছে।

চট্টগ্রামের পুলিশ সুপার (এসপি) নূরে আলম মিনা বাংলানিউজকে বলেন, আমাদের কাছে তথ্য আছে, মুছার নেতৃত্বে নব্য জেএমবি বৃহত্তর চট্টগ্রামে সংগঠিত হচ্ছে। তাদের আক্রমণের টার্গেট হচ্ছে বিদেশি নাগরিক এবং মাজার ভক্তরা। নগরী এবং চট্টগ্রামের কোন উপজেলায় অথবা চট্টগ্রামের আশপাশের জেলায় তারা আস্তানা গড়তে পারে বলে তথ্য আছে।

‘আপাতত নব্য জেএমবির আক্রমণ ঠেকানো এবং তাদের কোন আস্তানা গড়তে না দেওয়া হচ্ছে আমাদের লক্ষ্য।

এসপি জানান, পুলিশের আইজির নির্দেশে জেলার ১৬ থানায় স্পেশাল টাস্কফোর্স গ্রুপের (এসটিজি) একটি করে টিম রাখা হয়েছে। জেলা সদরে দুইটি টিম রাখা হয়েছে। এছাড়া গোয়েন্দা নজরদারি বাড়নো হয়েছে।

পুলিশের চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি মো.শফিকুল ইসলাম বাংলানিউজকে বলেন, ঢাকা এবং আশপাশের জেলায় নিয়মিত অভিযানে কোণঠাসা হয়ে নব্য জেএমবির শীর্ষ নেতা মুছা চট্টগ্রামে অবস্থান করছে। তিন পার্বত্য জেলা এবং কক্সবাজারে সে একাধিকবার বিচরণ করেছে। রেঞ্জের প্রত্যেকটা জেলাকে সতর্ক করা হয়েছে। প্রত্যেক জেলায় স্পেশাল টিম মাঠে নামানো হয়েছে।

‘তবে সে (মুছা) বারবার অবস্থান পরিবর্তন করছে। এজন্য তাকে গ্রেফতার করা কিংবা সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে অভিযান চালানো সম্ভব হচ্ছে না। তবে যে কোনভাবে মুছাকে ঠেকাতে আমরা সম্মিলিতভাবে কাজ শুরু করেছি। ’ বলেন ডিআইজি

গত ৭ মার্চ কুমিল্লার চান্দিনায় পুলিশের উপর বোমা হামলার পর আটক হয় নব্য জেএমবির সদস্য মাহমুদুল হাসান ও জসিম উদ্দিন। তাদের দেয়া তথ্যের ভিত্তিতে মিরসরাই পৌরসভার রিদওয়ান মঞ্জিলে অভিযান চালিয়ে পাওয়া যায় বিপুল পরিমাণ হ্যাণ্ড গ্রেনেড ও বিস্ফোরক।

এই ঘটনায় দায়ের হওয়া মামলায় এক নম্বর আসামি করা হয়েছে নব্য জেএমবির শীর্ষ নেতা মুছাকে।

এসপি নূরে আলম মিনা বাংলানিউজকে বলেন, মাহমুদুল এবং জসিমই মূলত জানিয়েছে নব্য জেএমবির মুছা এখন চট্টগ্রামে অবস্থান করে সাংগঠনিক দায়িত্ব পালন করছে। মুছার নির্দেশ পেয়ে তারা ঢাকায় যাচ্ছিল। মিরসরাইয়ে যেসব গ্রেনেড-বিস্ফোরক উদ্ধার হয়েছে সেগুলো মুছার নির্দেশে তৈরি করা হয়েছিল।

‘ঢাকায় গিয়ে বিদেশি নাগরিক এবং মাজার টার্গেট করে হামলা চালানোর লক্ষ্য ছিল তাদের। কুমিল্লার মামলায় রিমাণ্ড শেষ হলে আমরা মাহমুদুল ও জসিমকে মিরসরাইয়ের মামলায় রিমাণ্ডে নেব। তারপর মুছার বিষয়ে বিস্তারিত জিজ্ঞাসাবাদ করব। ’ বলেন এসপি।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি