সোমবার,২৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ


সীতাকুন্ডের অভিযান ইচ্ছা করলে দিনের আলোতেই শেষ করা যেতো


পূর্বাশা বিডি ২৪.কম :
১৬.০৩.২০১৭

পূর্বাশা ডেস্ক:

চট্টগ্রামের সীতাকুন্ডের জঙ্গিদের সম্পর্কে এখন পযর্ন্ত আমরা যা জানি তা হল, পুলিশ দুটি জঙ্গি আস্তানার খোঁজ পেয়েছে। পুলিশ তার মধ্যে একটিতে অভিযান চালিয়ে বিপুল সংখ্যক বিস্ফোরকসহ দুই জনকে উদ্ধার করেছে। আর একটি জঙ্গি আস্থানা যেটা বিকাল তিনটা থেকে পুলিশ ঘেরাও করে রেখেছে। সেখানে দুইজন পুরুষ ও একজন নারী জঙ্গি আছে এমন কথা পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে। পুলিশ তাদেরকে ঘেরাও করে রেখেছে এটা একটা আশার খবর। আর একটি আশার খবর হচ্ছে জঙ্গিরা যখন ভবিষ্যতের কোন বিষয় নিয়ে পরিকল্পনা করছিল সেই সময় আমাদের পুলিশ বাহিনী জঙ্গিদের আস্তানার খোঁজ পেয়েছে এবং তার প্রেক্ষিতে তারা ব্যবস্থা নিতে পেরেছে এটাও আমাদের আশাবাদী করে।

বুধবার রাতে চ্যালেন আইয়ের আজকের সংবাদপত্র অনুষ্ঠানে এমন্তব্য করেন সাপ্তাহিক ২০০০ এর সম্পাদক গোলাম মোর্তোজা।

তিনি আরো বলেন, হলি আর্টিজনের পরে বাংলাদেশের মানুষ আতঙ্কিত হয়ে পড়েছিল এবং নিরাপত্তাহীনতায় পড়ে গিয়েছিল। পৃথিবীর মানুষের কাছে বাংলাদেশ সম্পর্কে একটা নেগেটিভ ধারণা তৈরি হতে শুরু করেছিল। এমন একটা পরিস্থিতিতে আইন শৃঙ্খলা রক্ষাকারি বাহিনীর এই সাফল্যকে খুবই ইতিবাচক হিসাবে দেখা দরকার এবং এই জন্য তাদরকে অভিনন্দনও জানানো দরকার।

গোলাম মোর্তোজা আরো বলেন, সোয়াত টিমের প্রয়োজন আছে দেখেই হয়তো তারা রওনা হয়েছে এবং তারা কোন প্রক্রিয়াতে যাবে আর কোন প্রক্রিয়াতে যাবে না এর সাথে সংশ্লিষ্ট নীতি নির্ধারকরাই ভালো বলতে পারবেন। আমরা খুব সাধারণ জ্ঞান দিয়ে যেটা বলতে পারি সেটা হচ্ছে, তিনটা থেকে যেখানে ঘেরাও করে রাখা হয়েছিল ইচ্ছা করলে সেখানে দিনের আলোতেই অভিযানটা চালানো যেত ? স্বাভাবিকভাবে আমার কাছে মনে হয় দিনের আলো থাকা অবস্থায় সোয়াত টিমকে সেখানে নেওয়া যেত এবং দিনের আলোতেই অভিযান সম্পন্ন করা যেত।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি