শনিবার,২৭শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ


চট্টগ্রামে আত্মঘাতি জঙ্গিদের মধ্যে মিরপুরের যুবক দুইজন নিখোঁজ


পূর্বাশা বিডি ২৪.কম :
১৯.০৩.২০১৭

পূর্বাশা ডেস্ক:

চট্টগ্রামে আত্মঘাতি চার জঙ্গির মধ্যে রাজধানীর মিরপুর থেকে নিখোঁজ হওয়া দুই যুবক আছে বলে জানিয়েছেন তদন্তকারী কর্মকর্তারা। গত বৃহস্পতিবার চট্টগ্রামের প্রেমতলায় ছায়ানীড় নামের বাড়িতে জঙ্গি আস্তানায় ‘অপারেশন অ্যাসাল্ট-১৬’ নামে অভিযান চালালে আত্মঘাতি বোমা বিস্ফোরণে নিহত হয় চার জঙ্গি। পরে সেখা থেকে আরও এক শিশুর লাশ উদ্ধার করা হয়।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) উদৃত্তি দিয়ে চট্টগ্রামের এসপি নূর-ই-আলম মিনা বলেন, ‘চট্টগ্রামে নিহত চার জঙ্গির মধ্যে দুইজন মিরপুর থেকে নিখোঁজ চাচাতো/খালাতো ভাই। তাদের নাম রাফিদ আল হাসান ও আয়াদ হাসান। ২০১৬ সালের ৯ আগস্ট তারা রাজধানীর মিরপুরে নিজ বাড়ি থেকে নিখোঁজ হয়। পরবর্তীতে পরিবারের সদস্যরা তাদের খুঁজে না পেয়ে মিরপুর থানায় একটি সাধারণ ডায়েরি করে।’

বিষয়টি নিশ্চিত করে চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি শফিকুল ইসলাম বাংলা ট্রিবিউনকে বলেন, ‘পুলিশ চট্টগ্রামের সাধন কুটির থেকে আটক নারী জঙ্গি সদস্য আরজিনাকে রাফিদ ও আয়াদের ছবি দেখায়। পরে আরজিনা পুলিশকে নিশ্চিত করে প্রেমতলার ছায়ানীড়ে শরীরে বোমা বিস্ফোরণ ঘটিয়ে নিজেকে উড়িয়ে দেওয়া ব্যক্তিরাই ওই দুই যুবক।’

তিনি আরও বলেন, ‘ময়না তদন্তের সময় জঙ্গিদের ডিএনএর নমুনা সংগ্রহ করা হয়েছে। পরবর্তীতে তার পরিবার সদস্যদের সঙ্গে তা মিলিয়ে দেখা হবে।’

পুলিশ সূত্রে জানা গেছে, রাফিদ ও আয়াদ চট্টগ্রামের সাধনকুটির ও ছাড়ানীড়ে নিয়মিত যাতায়ত করতো। পরে তারা জঙ্গি দম্পতির কাছে আশ্রয় নেয়। সাধন কুটির অভিযান কালে ওই জঙ্গি দম্পতিও নিহত হয়।

ডিআইজি শফিকুল ইসলাম বলেন, ‘পুলিশ জঙ্গি জসিম ও আরজিনার ঠিকানা জানতে পেরেছে এবং কক্সবাজার পুলিশ তাদের জিজ্ঞাসাবাদ করছে। তারা এক বছর আগে নিখোঁজ হয়। পুলিশ তাদের দেওয়া তথ্য যাচাই-বাছাই করছে।’

প্রসঙ্গত, গত বুধবার সন্ধ্যার পর সীতাকুণ্ডের ‘সাধনকুটির’ বাড়ি থেকে জসিম ও আরজিনাকে আটক করে পুলিশ। উদ্ধার করা হয় বিপুল পরিমাণ অস্ত্র। আরজিনার গায়ে তখন আত্মঘাতী হামলার ভেস্ট ছিল। পরে সীতাকুণ্ডের প্রেমতলায় ঢাকার কাউন্টার টেরোরিজম ইউনিটের সোয়াত টিমের নেতৃত্বে শুরু হয় ‘অপারেশন অ্যাসল্ট সিক্সটিন’। এতে নব্য জেএমবির এক নারীসহ তিন পুরুষ জঙ্গি নিহত হয়। সেখান থেকে পরে এক শিশুর মৃতদেহও উদ্ধার করা হয়। সেখানেও প্রচুর বিস্ফোরক দ্রব্য পাওয়া গেছে।

সূত্রে: বাংলা ট্রিবিউন।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি