শুক্রবার,১০ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ


সুপ্রিম কোর্ট বার নির্বাচনের ভোট চলছে


পূর্বাশা বিডি ২৪.কম :
২২.০৩.২০১৭

পূর্বাশা ডেস্ক:
সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নির্বাচন শুরু হয়েছে বুধবার সকাল ১০টা থেকে। দু’দিনব্যাপী এই নির্বাচনের ভোট গ্রহণ এখন চলছে। মাঝে এক ঘণ্টা বিরতি দিয়ে তা চলবে বিকাল ৫টা পর্যন্ত। নির্বাচনে ২০১৭-২০১৮ সালের কার্যনির্বাহী কমিটির ১৪টি পদের বিপরীতে মোট ৩১ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এবার ৫ হাজার ৮০ জন আইনজীবী ভোটার ভোট প্রদান করবেন। নির্বাচনে সভাপতি, ২টি সহ-সভাপতি সম্পাদক, সম্পাদক, ২টি সহ-সম্পাদক, কোষাধ্যাক্ষ এবং ৭টি সদস্য পদে প্রার্থী নির্বাচনের জন্য ভোট দেবেন আইনজীবীরা।
গত এক দশক ধরে প্যানেল ভিত্তিক নির্বাচন হলেও এবার এর ব্যতিক্রম ঘটেছে। নির্বাচন পরিচালনার জন্য গঠিত সাব কমিটি নির্বাচনী আচরণবিধিমালা কঠোরভাবে অনুসরণ করায় প্যানেলভিত্তিক নির্বাচন করার সুযোগ হারান আওয়ামী লীগ সমর্থিত সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদ (সাদা) ও বিএনপি সমর্থিত জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য প্যানেলের (নীল) আইনজীবীরা। এই দুটি রাজনৈতিক দলের সমর্থিত আইনজীবীরা প্যানেল গঠন করে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করে আসছিল।


এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি