বৃহস্পতিবার,২রা মে, ২০২৪ খ্রিস্টাব্দ


ব্র্যাক ব্যাংকে সুশাসনের অভাব


পূর্বাশা বিডি ২৪.কম :
২৩.০৩.২০১৭

পূর্বাশা ডেস্ক:

ব্যাংকার ও  ইনিন্টিটিউট অব ব্যাংক ম্যানেজমেন্ট (বিআইবিএম) এর সুপাররিউমারি প্রফেসর ইয়াসিন আলী বলেছেন, ব্র্যাক ব্যাংক অভ্যান্তরিন অডিটে জনবল দিতে পারে না-এটা সুসংবাদ নয়। ব্যাংকটি গ্রাহকের আমানতের নিরাপত্তা সৃষ্টিতে আন্তরিক নয়। এ কারণে অভ্যান্তরিন অডিট বিভাগের জনবল নিয়োগ দিতে পারে  না।

আজ বৃহস্পতিবার দুপুরে রাজধানীর মিরপুরে বিআইবিএম-এ ‘ইন্টারনাল কন্ট্রোল এন্য কমপ্লায়েন্স অব ব্যাংক-২০১৬’ শীর্ষক এক সেমিনারে প্যানেল আলোচকের বক্তৃতায় তিনি এ কথা বলেন। ‘বাংলাদেশ ব্যাংক থেকে নির্দেশনা দেওয়া হংেয়ছে বাণিজ্যিক ব্যাংকের প্রতিটি শাখা অভ্যান্তরিন নিরীক্সা করতে হবে। কিন্তু ব্র্যাক ব্যাংকের অডিট শাখায় যথেষ্ট জনবল না থাকায় ব্যাংকের সারা দেশের সকল শাখা অভ্যান্তরিন নিরীক্ষা করা সম্ভব হয়।‘ ব্র্যাক ব্যাংকের অডিট শাখার একজন কর্মকর্তা এ ধরনের বক্তব্যের জবাবে ইয়াসিন এ কথা বলেন।

বিআইএমএম এর মহাপরিচালক তৌফিকুর রহমান চৌধুরীর সভাপতিতে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গর্ভনর আবু হেনা মো. রাজি হাসান। বিষয়বস্তুর উপর নিবন্ধ উপস্থাপন করেন তৌহিদুল ইসলাম ও মোহাব্বত হোসাইন।

ইয়াসিন আরী বলেন, বাণিজ্যিক ব্যাংকগুলোতে অডিট বিভাগে কর্মকর্তারা যেতে চায় না। কারণ কারও বিরুদ্ধে অডিট রির্পোট হলে তার চাকুরির প্রমোশনের বাধার সৃষ্টি করার হয়। এ জন্য সাধারণত: পাম্পিং শাখা হিসাবে মনে করা হয় অডিট শাখাক।্ কিন্তু এখন সময় বদলিয়েছে। এখন চৌকস ও যোগ্য লোকগুলোতে সেখানে দেওয়া হয়, যাতে গ্রাহকের স্বার্থরক্ষা করতে ভূমিকা রাখে। তিনি বলেন, অডিট শাখা ব্যাংকের চেয়ারম্যানের অধিনে আর মনিটারিং ও  কম্পাইন্স শাখা ব্যাংকের সিইও এর অধিনে রাখা উচিত। যাতে অডিট কার্যক্রমকে সিই্ও এর কাছে দায়ি না থাকে।

ব্যাংকের কর্মীদের দক্ষতা বৃদ্ধি ও গ্রাহক স্বার্থ রক্ষার জন্য অডিট বিভাগে দুটি ভাগে ভাগ করে জনবল নিয়োগ দেওয়া উচিত। এরমধ্যে একটি স্থায়ী পোস্ট। যারা এ বিভাগের বিশেষজ্ঞ হিসাবে কাজ করবে। আরেক ভাগে থাকবে ‘বাইরোটেশনে‘ আসা কর্মকর্তারা। এ সব কর্মকর্তারা নির্দিষ্ট সময়ের জন্য এ বিভাগে এসে ব্যাংকের পুরো বিষয় সম্পর্কে অভিজ্ঞতা নিয়ে আরেক বিভাগে চলে যাবে। এর মাধ্যমে তিন দক্ষতার সাথে ব্যাংক পরিচালনা করতে পারবেন।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি