বৃহস্পতিবার,২রা মে, ২০২৪ খ্রিস্টাব্দ


ব্যাংকের আগুন কোনো নাশকতা নয়: মুহিত


পূর্বাশা বিডি ২৪.কম :
২৪.০৩.২০১৭

পূর্বাশা ডেস্ক : বাংলাদেশ ব্যাংক ভবনে আগুন লাগার বিষয়টিকে কোনো নাশকতা হিসেবে দেখছেন না অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।

বৈদ্যুতিক কোনো গোলযোগের কারণে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটতে পারে বলে ধারণা করছেন মন্ত্রী।

এই আগুনের ঘটনায় মন্ত্রণালয় থেকে কোনো তদন্ত কমিটি করার বিষয়টিও নাকচ করেন তিনি।

শুক্রবার সন্ধ্যায় বাংলা একাডেমিতে আয়োজিত এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

 

এর আগে, বৃহস্পতিবার রাত নয়টার পর আগুন লাগে বাংলাদেশ ব্যাংক ভবনের ১৩ তলায়। প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস।

 

৩০ তলা কেন্দ্রীয় ব্যাংক ভবনের যে তলায় আগুনের সূত্রপাত সেখানে বৈদেশিক মুদ্রানীতি বিভাগের কার্যক্রম চলে। দ্রুত ব্যবস্থা নেয়ায় আগুন বেশি ছড়াতে পারেনি। ভবনের ১৩ তলাতেই সীমাবদ্ধ ছিল আগুন। আগুনে ওই তলার বেশ কিছু আসবাব ও কাগজপত্র পুড়ে গেছে বলে জানা গেছে। তবে বাংলাদেশ ব্যাংক কর্তৃপক্ষ জানিয়েছে, তেমন গুরুত্বপূর্ণ কিছু পুড়েনি।

 



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি