মঙ্গলবার,৭ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ


মার্কিন বিশেষজ্ঞদের মত, মোদিই আবার হবেন প্রধানমন্ত্রী


পূর্বাশা বিডি ২৪.কম :
২৩.০৩.২০১৭

পূর্বাশা ডেস্ক:

২০১৯ সালে ভারতের লোকসভা ভোটে মোদিই ফেভারিট। চলতি হাওয়া বজায় থাকলে আবার মোদিই হবেন প্রধানমন্ত্রী। ভারত সম্পর্কে বিশেষজ্ঞ মার্কিন অধ্যাপক, গবেষকরা এই মত প্রকাশ করেছেন। কী চোখে দেখছেন তাঁরা মোদির এই সাফল্যকে? তাঁদের মতে, বিশ্বের বৃহত্তম গণতান্ত্রিক দেশ ভারত। সদ্য সমাপ্ত পাঁচ রাজ্যের ভোট, যাকে মিনি লোকসভা ভোট বা লোকসভা ভোটের সেমিফাইনাল বলে চিহ্নিত করেছে ভারতীয় সংবাদমাধ্যম তাতে আশাতীত সাফল্য পেয়েছে ক্ষমতাসীন ভারতীয় জনতা পার্টি।

সদস্য সংখ্যা, কার্যালয় ও নেটওয়ার্কের নিরিখে বিজেপি এখন বিশ্বের বৃহত্তম রাজনৈতিক দল। সেই দলের অবিসংবাদিত নেতা হলেন নরেন্দ্র মোদি। ফ্যান ফলোয়ারের নিরিখে মোদি এখন বিশ্বের এক নম্বর নেতা। টুইটার, ফেসবুকে, ইনস্টাগ্রামে মোদির জনপ্রিয়তা ক্রমবর্ধমান। মোদির জনপ্রিয়তা অন্য রাষ্ট্রপ্রধানদের থেকে বেশি। ভ্লাদিমির পুতিন, ডোনাল্ড ট্রাম্প, ওবামা, শি জিনপিং, অ্যাঞ্জেলা মর্কেল, শিনজো আবে, টেরেসো মে সবাইকে পিছনে ফেলে দিয়েছেন ‘অচ্ছে দিন’ -এর রূপকার। কিন্তু এই ঘটনা এক দিনে ঘটেনি। মোদির কথা, ব্যবহার ও কাজে প্রভাবিত হয়েছেন তাঁর বিরোধীরাও। সময়ের পরীক্ষায় উত্তীর্ণ মোদি।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি