সোমবার,১৩ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ


বর্তমান প্রজন্মকে ধ্বংস করছে মোবাইল ও ফেসবুক


পূর্বাশা বিডি ২৪.কম :
২৪.০৩.২০১৭

পূর্বাশা ডেস্ক: মোবাইল ও ফেসবুক বর্তমান প্রজন্মকে ধ্বংস করছে বলে মন্তব্য করেছেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান অধ্যাপক আব্দুল মান্নান।

শুক্রবার বিকেলে রাজধানীর বিএমএ অডিটোরিয়ামে ইরানের নতুন বছর নওরোজ উপলক্ষে ঢাকাস্থ ইরান সাংস্কৃতিক কেন্দ্র ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের যৌথ উদ্যোগে ‘নওরোজ উৎসব ও প্রেরণাদায়ক ঐতিহ্য’ শীর্ষক আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।

অধ্যাপক মান্নান বলেন, ছোটবেলায় সোহরাব-রুস্তম, আমীর-হামজা, ইউসুফ-জোলেখা, শিরীন-ফরহাদ ও আলী বাবা চল্লিশ চোরের মতো বহু ঐতিহ্যবাহী এবং নৈতিক ও ধর্মীয় মূল্যবোধ সমৃদ্ধ কাহিনী পড়তাম। এসব কাহিনীর মধ্যে যেমন প্রেম-ভালোবাসা ছিল তেমনি ছিলো সততা, নীতিবোধ ও ধর্মীয় শিক্ষা। কিন্তু আজকালকার ছেলে-মেয়েরা পড়ছে ডরিমোন, দেখছে ফেসবুক, চালাচ্ছে মোবাইল।

ইরান প্রসঙ্গে তিনি বলেন, আজকের ইরানকে পশ্চিমা অনেক দেশই সমীহ করে চলে। ইরান এমন একটি দেশ যারা ইসলামকে লালন করছে।

অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগের অধ্যাপক ড. আনিসুজ্জামান বলেন, ইসলামি মূল্যবোধ কখনো লোকাল কালচার বা স্থানীয় সংস্কৃতিকে উৎসাহিত করে না। আর এর প্রকৃষ্ট উদাহরণ ইরান। সে কারণেই খ্রিস্টপূর্ব প্রায় তিন হাজার বছর আগে থেকে চালু হওয়া ইরানি নববর্ষ বা নওরোজ আজও নিজ দেশ ও বিশ্বের নানা প্রান্তে পালন করছে দেশটি।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশে নিযুক্ত ইরানি রাষ্ট্রদূত ড. আব্বাস ভায়েজী দেহনাভী এবং প্রখ্যাত নাট্য ব্যক্তিত্ব ও নাট্য নির্মাতা মামুনুর রশীদ।

আলোচনা শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফারসি ভাষা ও সাহিত্য বিভাগের শিক্ষার্থীদের পরিবেশনায় সাংস্কৃতিক অনুষ্ঠানে বাংলাদেশের পহেলা বৈশাখ উদযাপন ও নওরোজ পালনের মধ্যে একটি তুলনামূলক চিত্র তুলে ধরা হয় গান, কবিতা ও অভিনয়ের মধ্য দিয়ে।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি