বুধবার,১লা মে, ২০২৪ খ্রিস্টাব্দ


আইফোন লাল


পূর্বাশা বিডি ২৪.কম :
২৫.০৩.২০১৭


পূর্বাশা ডেস্ক:

প্রযুক্তিপণ্য বিক্রি থেকে প্রচুর অর্থ আয় করেও দান না করা নিয়ে প্রযুক্তিপণ্য নির্মাতা প্রতিষ্ঠান অ্যাপলের একটা দুর্নাম বেশ আগে থেকেই ছিল। অ্যাপলের সহপ্রতিষ্ঠাতা স্টিভ জবস ধনকুবের হয়েও দানের ব্যাপারে খানিকটা উদাসীন ছিলেন। তবে নিজেদের খ্যাতির তালিকায় দানধ্যানের বিষয়টিকেও আনতে অনেক দিন ধরে বিভিন্ন সমাজকল্যাণ সংস্থার সঙ্গে কাজ করে যাচ্ছে অ্যাপল। এবার ‘প্রোডাক্ট রেড’ নামের একটি সংস্থার মাধ্যমে আফ্রিকার বিভিন্ন দেশে এইচআইভি আক্রান্ত মানুষের পরিষেবা, ওষুধপত্র বিতরণ এবং মেডিকেল পরীক্ষায় অবদান রাখবে অ্যাপল।
গত মঙ্গলবার নতুন আইফোন ৭-এর বিশেষ সংস্করণের উন্মোচন করা হয়। এবারই প্রথম গাঢ় লাল রঙের আইফোন বানাল অ্যাপল। তবে আরও নতুনত্ব থাকছে নতুন আইফোনে। ৩২ ও ১২৮ গিগাবাইটের সঙ্গে থাকছে ২৫৬ গিগাবাইটেরও ধারণক্ষমতার নতুন আইফোন। আইফোন ৭ ও ৭ প্লাসের সমমাপের পর্দার সঙ্গে থাকছে ১২ মেগাপিক্সেলের ক্যামেরা। ২৪ মার্চ বাজারে আসবে বিশেষ সংস্করণের এই আইফোন, যার মূল্য শুরু হয়েছে প্রায় ৮২ হাজার টাকা থেকে।
গাঢ় লাল রং ছাড়াও বিশেষ একটি কারণে আলোচনায় উঠে এসেছে নতুন আইফোনটি। প্রতিটি আইফোন বিক্রির অর্থের একটা অংশ এইডস আক্রান্ত রোগীদের নিয়ে কাজ করা সংস্থা প্রোডাক্ট রেডকে সহায়তায় ব্যয় করা হবে। এরই মধ্যে ১৩ কোটি মার্কিন ডলার অনুদান দেওয়া হয়েছে সংস্থাটিকে।
অ্যাপলের নির্বাহী প্রধান টিম কুক জানিয়েছেন, ১০ বছর ধরে অ্যাপলের বিভিন্ন পণ্যের অর্থের একটা অংশ সংস্থাটিকে দিয়ে আসছেন তাঁরা। তবে এবারের অনুদানটিই সবচেয়ে বড় অবদান। এ ছাড়া প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোর মধ্যেও এটাই কোনো সর্বজনীন তহবিলে দেওয়া সবচেয়ে বড় অনুদান।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি