বৃহস্পতিবার,২রা মে, ২০২৪ খ্রিস্টাব্দ


নতুন তরঙ্গে নয়, ফোর-জি চালু করতে চায় থ্রি-জি অবকাঠামোতেই!


পূর্বাশা বিডি ২৪.কম :
২৫.০৩.২০১৭

পূর্বাশা ডেস্ক:

নতুন তরঙ্গে নয়, বিদ্যমান তরঙ্গতেই ফোর-জি বা চতুর্থ প্রজন্মের ইন্টারনেট চালু করতে চায় মোবাইল অপারেটররা। যেহেতু দেশের বেশিরভাগ গ্রহকেরই ফোর-জি সুবিধাসহ হ্যান্ডসেট নেই। এ অবস্থায় নিলামে নতুন তরঙ্গ কিনে ফোর-জি সেবায় লোকসানের আশঙ্কা করছে তারা। যেখানে থ্রি-জি সেবাই মানসম্মত নয় সেখানে উন্নত অবকাঠামো ছাড়া ফোর-জি চালু করলে এ সেবা মুখ থুবড়ে পড়তে পারে বলে আশঙ্কা করছে বিশেষজ্ঞরা।

চলতি বছরেই চালু হবে ফোর- জি সেবা। এরইমধ্যে এর লাইসেন্স দেয়ার বিষয়ে কাজ শুরু করেছে নিয়ন্ত্রক সংস্থা বিটিআরসি। এ সেবা চালু করতে অপরেটরদের আগ্রহ আছে কিন্তু বাজার নিয়েও সংশয় আছে তাদের। তাই নিলামে নতুন তরঙ্গ না কিনে বিদ্যমান অবকাঠামোতেই এ সেবা দিতে চান তারা।

রবি আজিয়াটা লিমিটেড এর প্রকল্প পরিচালক শিহাব আহামদ বলেন, ‘আলাদা করে তরঙ্গ কিনে ফোর-জি সেবা দেয়ার সাথে বিশাল বিনিয়োগ জড়িত। সুতরাং একটি নির্দিষ্ট সংখ্যক গ্রাহক যদি এটা বিনিয়োগ না করে তাহলে গ্রাহকরাও লাভবান হবে না, অন্যদিকে অপারেটররাও লাভবান হবে না। বর্তমান অবকাঠামো দিয়েই ফোর-জি সেবা দেয়া সম্ভব।’

দেশে বর্তমানে ফিচার মোবাইল ফোনসেট ৭৩ ভাগ। আর ২৬ ভাগ থ্রি-জি হ্যান্ডসেট। ফোর-জি মোবাইল ফোন এক ভাগেরও কম। আমদানিকারকরা বলছেন, ফোর-জি’র বাজার তৈরি করতে হলে অপারেটর ও হ্যান্ডসেট ব্যবসায়ীদের সমন্বিত উদ্যোগ নিতে হবে।

সিম্ফোনির হেড অব সেলস এম এ হানিফ বলেন, ‘অপারেটররা এবং সরকার প্ল্যান করবে যে মোবাইলে তারা কী কী ধরনের উপাদন সংযুক্তি চায়। তাদের চাহিদা মতে ফোনসেটকে সমৃদ্ধ করা হবে।’

এরইমধ্যে ফোর-জি চালুর প্রস্তুতি শুরু করেছে গ্রামীন ফোন, রবি ও বাংলালিংক। তবে দেশের থ্রি-জি সেবা এখনো মানসম্মত নয়, তাই বিশেষজ্ঞরা বর্তমান অবকাঠামোতে ফোর- জি সেবা চালু করা ও মান নিয়ে সংশয় প্রকাশ করেছেন। তারা বলছেন, উন্নতমানের কারিগরি অবকাঠামো ছাড়া এ সেবা ফলপ্রসূ হবে না।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি