বৃহস্পতিবার,২রা মে, ২০২৪ খ্রিস্টাব্দ


বাংলাদেশ থেকে ৭ হাজার লোক নেবে গুগল গ্লাস


পূর্বাশা বিডি ২৪.কম :
২৫.০৩.২০১৭

পূর্বাশা ডেস্ক: মার্কিন যুক্তরাষ্ট্র ভিত্তিক গুগল গ্লাস স্টার্টআপ ও স্বাস্থ্যসেবা কোম্পানি ‘অগমেডিক্স’ আগামী ৫ বছরে বাংলাদেশ থেকে ৭ হাজারের বেশি জনবল নিয়োগের ঘোষণা দিয়েছে। সম্প্রতি অগমেডিক্স ভবনে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে এই পরিকল্পনার কথা জানানো হয়।

সংবাদ সম্মেলনে জানানো হয়, কোম্পানির নিয়োগ পরিকল্পনা নিয়ে অগমেডিক্সের কো-ফাউন্ডার পেলু ট্র্যান এবং কোম্পানির শীর্ষ বিনিয়োগকারী অরবিমেডের ভেঞ্চার পার্টনার স্টিভেন ইয়েসিয়েছ গত সপ্তাহে বাংলাদেশ সফর করেছেন এবং স্থানীয় ব্যবসায়ীদের সঙ্গে কোম্পানির নিয়োগ পরিকল্পনা নিয়ে আলোচনা করেছেন। পরবর্তী ৫ বছরে অগমেডিক্স ও এর পার্টনাররা ঢাকাসহ বাংলাদেশ থেকে প্রচুর জনবল নিয়োগ দেবে, যারা আমেরিকার ডাক্তারদের রিমোট পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট হিসেবে দায়িত্ব পালন করবেন।

জুনাইদ আহমেদ পলক বলেন, বাংলাদেশ এখন ইমার্জিং টেকনোলজির জন্য গন্তব্য এবং দেশের মেধাবী যুবকদের কল্যাণে উদ্ভাবনের ক্ষেত্রে আমাদের শীর্ষ উদাহরণ হচ্ছে অগমেডিক্স। তিনি আরও বলেন, অগমেডিক্স বাংলাদেশে সাত সহস্রাধিক তরুণ কর্মী নিয়োগের সিদ্ধান্তটি সত্যিই প্রশংসনীয়।

আইসিটি মন্ত্রণালয় এলআইসিটি প্রোগ্রামের মাধ্যমে অগমেডিক্সের জন্য প্রয়োজনীয় প্রশিক্ষিত জনবল সরবরাহ করতে কাজ করছে। ২০১২ সাল থেকে চালু হওয়া কোম্পানির পান্থপথ কার্যালয়ে বর্তমানে প্রায় ১ ডজন ইঞ্জিনিয়ার ও অন্য সাপোর্ট স্টাফরা কাজ করছেন। অরবিমেডের ভেঞ্চার পার্টনার স্টিভেন ইয়েসিয়েছ বলেন, আমাদের বাংলাদেশ টিমের মান নিয়ে আমরা খুবই খুশি এবং তারা অগমেডিক্সের উন্নয়নে অনেক অবদান রাখছে।

অগমেডিক্সের কো-ফাউন্ডার পেলু ট্র্যান এবং অরবিমেডের ভেঞ্চার পার্টনার স্টিভেন ইয়েসিয়েছের উপস্থিতিতে ও অগমেডিক্স বাংলাদেশের ম্যানেজিং ডিরেক্টর আহমাদুল হকের সভাপতিত্বে সংবাদ সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। অনুষ্ঠানে অন্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সচিব সুবীর কিশোর চৌধুরী, অগমেডিক্সের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও বিভিন্ন গণমাধ্যমকর্মী।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি