বৃহস্পতিবার,২রা মে, ২০২৪ খ্রিস্টাব্দ


ব্যাংকে আগুনের ঘটনায় গাফিলতি থাকলে ব্যবস্থা : অর্থপ্রতিমন্ত্রী


পূর্বাশা বিডি ২৪.কম :
২৫.০৩.২০১৭

পূর্বাশা ডেস্ক:

বাংলাদেশ ব্যাংকে আগুন লাগার ঘটনায় বাংকের কারও কোনো গাফিলতি থাকলে তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছেন অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এম এ মান্নান। শুক্রবার রাজধানীর মিন্টো রোডে মিনিস্টারস অ্যাপার্টমেন্টে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

এম এ মান্নান বলেন, কেন্দ্রীয় ব্যাংকে রির্জাভ চুরি, ইমেইল হ্যাকিংসহ বেশকিছু ঘটনা ঘটেছে। একের পর এক ঘটনা ঘটছে। এসব ঘটনায় একটির সঙ্গে অন্যটির সম্পর্ক আছে কিনা না তা তদন্ত করে দেখা হবে। বিষয়টি অতি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। এ ঘটনায় কারও কোনো গাফিলতি থাকলে আমরা ব্যবস্থা নেব।

তিনি বলেন, আগুনের ঘটনায় বাংলাদেশ ব্যাংক ও ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের দু’টি আলাদা তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তাদের তদন্ত রিপোর্ট পাওয়ার পর আমরা বলতে পারব কিভাবে আগুন লেগেছে। এদিকে শুক্রবার সকালে ঘটনাস্থল পরিদর্শন করে বাংলাদেশ ব্যাংকের তদন্ত কমিটির প্রধান আহমেদ জামাল বলেন, আমরা তদন্তের জন্য এসেছিলাম। ঘটনাস্থল পরিদর্শন করেছি। তেমন ক্ষয়ক্ষতি হয়নি। কেন আগুন লেগেছে তা খতিয়ে দেখছি। শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত বলে ধারণা করছি। জিএমের রুমে ইউপিএস বা অন্য কিছু থেকে আগুনের সূত্রপাত হতে পারে।

উল্লেখ, বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার দিকে বাংলাদেশ ব্যাংকের ৩০তলা ভবনের ১৪ তলায় বৈদেশিক মুদ্রানীতি বিভাগে আগুন লাগে। পরে ফায়ার সার্ভিসের ১৩টি ইউনিট ঘণ্টাব্যাপী চেষ্টা চালিয়ে রাত সাড়ে ১০টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুন লাগার ঘটনায় রাতে বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে আগুনে ক্ষয়ক্ষতি ও কারণ জানতে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়। কমিটির প্রধান ব্যাংকের নির্বাহী পরিচালক আহমেদ জামাল, অন্য দুই সদস্য হলেন ব্যাংকের মহাব্যবস্থাপক লে. কর্নেল (অব.) মো. মাহমুদুল হক খান চৌধুরী ও তফাজ্জল হোসেন। কমিটি আগামী ২৮ মার্চ তদন্ত প্রতিবেদন জমা দেবে বলে কেন্দ্রীয় ব্যাংকের পক্ষ থেকে বলা হযেছে।

একই ঘটনায় ফায়ার সার্ভিস কর্তৃক আলাদা একটি পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়। ঢাকার ডেপুটি ডিরেক্টর (ডিডি) সমেরন্দ্র নাথ বিশ্বাসকে প্রধান করে ৫ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়। আগামী ৫ কার্যদিবসের মধ্যে তদন্ত কমিটিকে তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি