শুক্রবার,৩রা মে, ২০২৪ খ্রিস্টাব্দ


ব্রিটেন ও আমেরিকা ইয়েমেনে ত্রাণের চেয়ে অস্ত্র দিয়েছে বেশি ১০ গুণ সৌদিকে


পূর্বাশা বিডি ২৪.কম :
২৫.০৩.২০১৭

পূর্বাশা ডেস্ক:

আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন এ্যামনেস্টি ইন্টারন্যাশনাল যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের সৌদি আরবে অস্ত্র বিক্রির সমালোচনা করে বলেছে, এসব অস্ত্র ইয়েমেনে ব্যবহার করা হচ্ছে।

এ্যামেনেস্টি বলছে দুই বছর আগে ইয়েমেন ও সৌদি আরবের মধ্যে সংকট সৃষ্টি হবার পর যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য এ পর্যন্ত অন্তত ৫ বিলিয়ন মূল্যের অস্ত্র দেশটির কাছে বিক্রি করেছে। যা ইয়েমেনে ব্রিটেন ও আমেরিকার দেওয়া ত্রাণ সাহায্যের ১০ গুণ বেশি। একই সময়ে এ দুটি দেশ ইয়েমেনে ত্রাণ পাঠিয়েছে ৪৫০ মিলিয়ন ডলারের।

বৈরুতে এ্যামনেস্টির গবেষণা উপপরিচালক লিন মালোউফ বলেন, গত দুই বছর ধরে চলা সৌদি আরব ও ইয়েমেনের মধ্যেকার দ্বন্দ্বে অন্তত ৩০ লাখ মানুষ ঘর বাড়ি ছেড়ে চলে গেছে। একই সময়ে ইয়েমেনের ১৮ মিলিয়ন মানুষের জন্যে এখন খাদ্য সহ অন্যান্য সহায়তা প্রয়োজন। ইয়েমেনে দুর্ভিক্ষ পরিস্থিতি সৃষ্টি করা হলেও সৌদি আরব, ব্রিটেন ও আমেরিকা থেকে অস্ত্র কিনে তা দেশটির ব্যবহার করছে এবং এর ফলে মানবিক বিপর্যয় আরো ত্বরাণিত করেছে।

লন্ডন ভিত্তিক মানবাধিকার সংস্থা এ্যামনেস্টি আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে সৌদি আরবের কাছে অস্ত্র বিক্রি শীঘ্রই বাতিল করার দাবি জানান।

এ্যামনেস্টির হিসেবে ইয়েমেনে অন্তত ৪ হাজার ৬’শ মানুষ মারা গেছে ও আহত হয়েছে আরো ৮ হাজার। তবে বেসরকারি হিসেবে ইয়েমেনে মৃতের সংখ্যা ১২ হাজার ছাড়িয়ে গেছে। ২০১৫ সালের মার্চ থেকে সৌদি জঙ্গী বিমান ইয়েমেনে আগ্রাসনমূলক হামলা চালাতে সাহায্য করে।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি