শুক্রবার,৩রা মে, ২০২৪ খ্রিস্টাব্দ


স্বাস্থ্যসেবা বিলের ব্যর্থতায় ডেমোক্র্যাটদের দায়ী করলেন ট্রাম্প


পূর্বাশা বিডি ২৪.কম :
২৫.০৩.২০১৭

পূর্বাশা ডেস্ক:
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার স্বাস্থ্যসেবা বিল পাশ করতে না পারায় এর দায় চাপিয়েছেন বিরোধী ডেমোক্র্যাটদের উপর। শুক্রবার কংগ্রেসে পাসের জন্য যথেষ্ট সমর্থন না থাকায় বিলটি প্রত্যাহার করে নেয়া হয় বলে জানানো হয়েছে।
ওয়াশিংটন পোস্টে দেয়া এক বিবৃতিতে ট্রাম্প বলেন, ‘ডেমোক্র্যাটদের একটি ভোটও আমরা পাইনি, এটা আমাদের জন্য লজ্জার কারণ।’
তবে শেষ সময়ে বিলটি প্রত্যাহার করে নেয়ায়, এর দ্বারা তীব্র আঘাতপ্রাপ্ত হয়েছেন ট্রাম্প। পরবর্তী সময়ে ট্রাম্পের আচরণেই তা দেখা গিয়েছে। সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামার পূর্বে করা স্বাস্থ্যসেবা নীতি ‘ওবামাকেয়ার’ বাতিল ও প্রতিস্থাপন করাই নির্বাচনে প্রচারণাকালীন প্রধান অঙ্গীকার ছিল ট্রাম্পের।
মার্কিন হাউজ স্পিকার পল রায়ান এ ঘটনায় বলেন, বিলটি পাসের জন্য রিপাবলিকানরা ন্যূনতম ২১৫ টি ভোটের সমর্থন না পাওয়ায় ভোটাভুটি প্রত্যাহার করে নেন ট্রাম্প। যদিও এখন পর্যন্ত দেশটির আইনসভার উভয় হাউজ ও সিনেটে সংখ্যাগরিষ্ঠতায় রয়েছে রিপাবলিকানরা।
এর আগে, ‘ওবামাকেয়ার’ বাতিল করে বিতর্কিত নতুন স্বাস্থ্যনীতি অনুমোদনের জন্য রিপাবলিকানদের আলটিমেটাম দিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নতুন স্বাস্থ্যনীতিতে অনুমোদন না দিলে সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামার স্বাস্থ্যনীতি ‘ওবামাকেয়ার’ পুনরায় প্রবর্তন করে কর পুনর্গঠনের দিকে এগিয়ে যাবেন বলে হুমকিও দেন তিনি।


এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি