শুক্রবার,৩রা মে, ২০২৪ খ্রিস্টাব্দ


পুলিশকর্মীদের সেলফি গণধর্ষণে কাতরানো রোগীর সামনে বসে


পূর্বাশা বিডি ২৪.কম :
২৫.০৩.২০১৭

পূর্বাশা ডেস্ক:

গণধর্ষণের শিকার। আইসিইউ-তে যন্ত্রণায় কাতরাচ্ছেন রোগী। শুধু ধর্ষণেই ক্ষান্ত হয়নি দুষ্কৃতীরা, মহিলাকে অ্যাসিড খেতেও বাধ্য করেছে। এমন রোগীর সামনে বসে কি সেলফি তুলতে কারও ইচ্ছে করে? করে উত্তরপ্রদেশের এই তিন মহিলা কনস্টেবলের। ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের লখনউয়ের জর্জ মেডিক্যাল ইউনিভারসিটিতে।

বৃহস্পতিবার এলাহাবাদ-লখনউ গঙ্গা গোমতি এক্সপ্রেসে গণধর্ষণের শিকার হন ৪৫ বছরের ওই মহিলা। ধর্ষকরা জোর করে তাঁকে অ্যাসিড খাইয়ে ফেলে রেখে যায়। পুলিশ মহিলাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে। মহিলার নিরাপত্তার দায়িত্বে রাখা হয় ওই তিন মহিলা কনস্টেবলকে। কিন্তু যন্ত্রণার ছটফট করা এক মহিলার পাশেই খোশগল্পে মেতে ওঠেন তিন মহিলা কনস্টেবল। ঘটা করে সেলফিও তোলেন। সেই দৃশ্যই ক্যামেরাবন্দি হয়ে ছড়িয়ে পড়ে।

প্রচারের আলোয় আসতেই নড়চড়ে বসে প্রশাসন। ঘটনাকে অমানবিক আখ্যা দিয়েছেন লখনউ এলাকার আইজি সতীশ গণেশ। তিন কনস্টেবলকেই সাসপেন্ড করা হয়েছে বলে জানিয়েছেন তিনি। পুরো বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে বলেও জানিয়েছেন আইজি।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি