বৃহস্পতিবার,২রা মে, ২০২৪ খ্রিস্টাব্দ


নতুন ভ্যাট ব্যবস্থায় উপকরণ কর রেয়াত


পূর্বাশা বিডি ২৪.কম :
২৬.০৩.২০১৭

পূর্বাশা ডেস্ক:

আগামী ১ জুলাই থেকে কার্যকর হতে যাওয়া নতুন ভ্যাট আইন সংশ্লিষ্ট সবার জানা দরকার। ভ্যাট ব্যবস্থায় উপকরণ কর রেয়াত হলো যে কোনো ভ্যাট ব্যবস্থার অন্যতম মূলনীতি। মূলত উপকরণ কর রেয়াত ব্যবস্থাই ভ্যাট ব্যবস্থাকে পূর্বের কর ব্যবস্থা থেকে পৃথক করেছে। আজ আমরা নতুন ভ্যাট ব্যবস্থায় উপকরণ কর রেয়াত ব্যবস্থা নিয়ে আলোচনা করব।

আমরা জানি যে, উপকরণ কর রেয়াত হলো কোনো ভ্যাটযোগ্য ব্যক্তি বা প্রতিষ্ঠান উপকরণ ক্রয় করে। ক্রয় করার সময় প্রযোজ্য হলে তার ওপর ভ্যাট পরিশোধ করা হয়। ক্রয়কৃত উপকরণ ব্যবহার করে আর একটি পণ্য বা সেবা প্রস্তুত করা হয়। প্রস্তুতকৃত পণ্য বা সেবা বিক্রি করার সময় সরকারকে ভ্যাট পরিশোধ করা হয়। আর উপকরণের ওপর আগে যে ভ্যাট দেওয়া হয়েছিল, সে ভ্যাট নিজ হিসাবে জমা করে নেওয়া হয়। এভাবে উপকরণের ওপর আগে পরিশোধ করা ভ্যাট নিজ হিসাবে জমা করে নেওয়াকে উপকরণ কর রেয়াত নেওয়া বলে।

পূর্বের ভ্যাট আইনে অনেক ক্ষেত্রে উপকরণ কর রেয়াত নেওয়া যেত না। পূর্বের ভ্যাট আইনে কোন কোন ক্ষেত্রে রেয়াত নেওয়া যাবে আর কোন কোন ক্ষেত্রে রেয়াত নেওয়া যাবে না তা নির্ধারণ করা বেশ জটিল ছিল। এ বিষয় নিয়ে অনেক মামলা-মোকদ্দমার উদ্ভব হতো। নতুন ভ্যাট আইন অনুসারে প্রায় সব ধরনের উপকরণের ওপর উপকরণ কর রেয়াত নেওয়া যাবে। শুধু নিম্নেবর্ণিত কয়েকটি ক্ষেত্রে উপকরণ কর রেয়াত নেওয়া যাবে না।

প্রথমত, অর্থনৈতিক কার্যক্রম প্রক্রিয়ায় উপকরণ আমদানি বা ক্রয় করা না হলে সে উপকরণের ওপর পরিশোধিত ভ্যাট রেয়াত নেওয়া যাবে না। নতুন ভ্যাট আইনে অর্থনৈতিক কার্যক্রমের সংজ্ঞা দেওয়া হয়েছে যা পরবর্তীতে আলোচনা করা হবে। দ্বিতীয়ত, আমদানি বা ক্রয়কৃত উপকরণটি ভ্যাটযোগ্য সরবরাহ প্রদানের উদ্দেশ্যে আমদানি বা ক্রয় করা হতে হবে। তাহলে রেয়াত পাওয়া যাবে। অন্যথায় রেয়াত পাওয়া যাবে না। তৃতীয়ত, উপকরণের মূল্য পরিশোধ করা না হলে বা উপকরণের মূল্য পরিশোধ করার জন্য ক্রেতা দায়ী না থাকলে উপকরণ কর রেয়াত নেওয়া যাবে না। রেয়াত নেওয়ার সময়সীমা হলো দুই কর মেয়াদ। তাই, যদি উপকরণের মূল্য পরিশোধ করতে দেরি হয়, তাহলে রেয়াত নিয়ে নিতে হবে। কারণ ক্রেতা উপকরণের মূল্য পরিশোধ করবেন। অর্থাৎ তিনি মূল্য পরিশোধের জন্য দায়ী আছেন। চতুর্থত, প্রতি ক্রয় চালানে যদি ক্রয়মূল্য ১ লাখ টাকা বা তার চেয়ে বেশি হয় আর যদি মূল্য নগদে পরিশোধ করা হয়, তা হলে উপকরণ কর রেয়াত নেওয়া যাবে না। পঞ্চমত, চিত্তবিনোদনের জন্য কোনো উপকরণ ক্রয় করা হলে সে উপকরণের ওপর রেয়াত পাওয়া যাবে না। ষষ্ঠত, যানবাহনের ক্ষেত্রে কিছু বিধিনিষেধ রয়েছে যা একটু বিস্তারিত আলোচনা করা দরকার। পরবর্তীতে আলোচনা করা হবে। সপ্তমত, কোনো ক্রীড়াবিষয়ক ক্লাব, সামাজিক বা বিনোদনমূলক ক্লাব, সংঘ বা সমিতিতে কোনো ব্যক্তির সদস্যপদ লাভের জন্য যদি কোনো ফি পরিশোধ করা হয় বা ওইসব স্থানে প্রবেশ করার জন্য যদি টিকিট কেনা হয় এবং সদস্য ফি বা প্রবেশ টিকিটের মধ্যে যদি ভ্যাট অন্তর্ভুক্ত থাকে তাহলে সে ভ্যাট রেয়াত নেওয়া যাবে না। অষ্টমত, পরিবহন সেবা যদি উপকরণ হয়, তাহলে সে উপকরণের ওপর রেয়াত নেওয়া যাবে না। নবমত, মদ, সিগারেট ইত্যাদির উৎপাদনকারী কোনো রেয়াত পাবেন না এবং এসব পণ্য কারো উপকরণ হলে তিনিও রেয়াত পাবেন না। দশমত, আমদানিকৃত সেবার ক্ষেত্রে প্রদত্ত ভ্যাট দাখিলপত্রে উল্লেখ না থাকলে রেয়াত নেওয়া যাবে না। একাদশত, যে কর মেয়াদে উপকরণ ক্রয় করা হয়েছে সে কর মেয়াদের পর দ্ইু কর মেয়াদ অতিক্রান্ত হয়ে গেলে আর রেয়াত পাওয়া যাবে না। (চলবে)



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি