বৃহস্পতিবার,২রা মে, ২০২৪ খ্রিস্টাব্দ


বাংলাদেশ অর্থনৈতিক মুক্তির নয়া ঠিকানা


পূর্বাশা বিডি ২৪.কম :
২৬.০৩.২০১৭


পূর্বাশা ডেস্ক:

এক সময়ের তলাবিহীন ঝুড়ির বাংলাদেশ এখন আর্থ-সামাজিক উন্নয়নে বিশ্বের রোল মডেল। ইতোমধ্যে নিম্ন মধ্যম আয়ের দেশের গ্লানি ঘুঁচিয়ে ২০২১ সালের মধ্যে মধ্যম আয়ের এবং ২০৪১ সালে উন্নত দেশে পরিণত হওয়ার গতি শুরু হয়েছে।

বিভিন্ন পরিসংখ্যান থেকে জানা যায়, ১৯৭১ সালে এ দেশে মানুষ ছিল সাড়ে সাত কোটি আর জমির পরিমাণ ছিল এক কোটি আট লাখ হেক্টর। ওই সময় চাল উৎপাদন হতো এক কোটি ১০ লাখ মেট্রিক টন। স্বাধীনতার ৪৬ বছরে দেশে জমি কমেছে ৩০ লাখ হেক্টর। মানুষ বেড়ে দাঁড়িয়েছে ১৬ কোটিতে। এখন চাল উৎপাদন হচ্ছে তিন কোটি ৫০ লাখ মেট্রিক টন। হিসাব অনুযায়ী, চালের উৎপাদন বেড়েছে তিনগুণেরও বেশি।

১৯৭১ সালে এ দেশের মানুষের মাথাপিছু গড় আয় ছিল ১০০ মার্কিন ডলার। বর্তমানে এ আয় দাঁড়িয়েছে এক হাজার ৪৬৫ ডলার। সে সময় এ দেশের ৯২ শতাংশ মানুষ ছিল দারিদ্র্যসীমার নিচে। সেই দারিদ্র্যের হার এখন ২২ ভাগের নিচে নেমে এসেছে। জিডিপির (মোট দেশজ উৎপাদন) প্রবৃদ্ধির হার এখন ৭ দশমিক ১১ শতাংশে দাঁড়িয়েছে। সর্বোপরি ১৯৭২ সালে প্রথম বাজেটের আকার ছিল ৭৮৬ কোটি টাকা। আর সর্বশেষ ২০১৫-১৬ অর্থবছরের বাজেটের আকার হচ্ছে তিন লাখ ৪০ হাজার ৬০৫ কোটি টাকা।

কৃষি সম্প্রসারণ অধিদফতরের পরিসংখ্যান থেকে জানা গেছে, ধান উৎপাদনে বাংলাদেশের অবস্থান এখন বিশ্বে চতুর্থ। সবজি উৎপাদনে অবস্থান তৃতীয়। মাছ উৎপাদনে বিশ্বে চতুর্থ স্থানে আছে। গত পাঁচ বছরে দুধের উৎপাদন তিনগুণ বেড়ে ৬০ লাখ ৯০ হাজার মেট্রিক টনে দাঁড়িয়েছে। ৪৬ বছরে ভুট্টার উৎপাদন বেড়েছে ৭৫৭ গুণ। একই সময়ে গমের উৎপাদন বেড়েছে প্রায় ১৩ গুণ। এ সময়ে দেশে আলুর ফলন প্রায় ১১ গুণ বেড়েছে। অন্যান্য ফসল ও শস্য উৎপাদনের ক্ষেত্রেও ব্যাপক অগ্রগতি হয়েছে। কৃষি নির্ভরতা থেকে বেরিয়ে শিল্পভিত্তিক অর্থনীতির দিকে যাচ্ছে দেশ। জিডিপিতে কৃষির অবদান কমে বাড়ছে শিল্প খাতে। বেশ কয়েক বছর ধরেই দ্বিতীয় অবস্থানে রয়েছে সেবা খাত।

পরিকল্পনা কমিশনের পক্ষ থেকে বলা হয়েছে, বাংলাদেশ কৃষিপ্রধান অর্থনীতি থেকে একটি শিল্পভিত্তিক অর্থনীতিতে পরিণত হচ্ছে। ২০০৫-০৬ অর্থবছরে জিডিপিতে কৃষি খাতের অবদান ছিল প্রায় ২১ দশমিক ৮ শতাংশ। ২০১২-১৩ অর্থবছরে এসে জিডিপিতে কৃষি খাতের অবদান দাঁড়িয়েছে ১৮ দশমিক ৭ শতাংশে। যার কারণে অর্থনীতিতে তিনটি বৃহৎ খাতের মধ্যে কৃষির অবদান এখন তৃতীয়।

উন্নয়ন খাতে সরকারের পরিকল্পিত হারে ব্যয় বাড়ায় অর্থনৈতিক ও মানবিক সূচকে বাংলাদেশ অনেক এগিয়ে গেছে বলে মনে করেন বিশেষজ্ঞরা। পর্যালোচনায় দেখা গেছে, ১৯৭২-৭৩ অর্থবছরে বার্ষিক উন্নয়ন কর্মসূচির (এডিপি) আওতায় ২৪২ কোটি টাকা ব্যয় হয়েছে। বর্তমানে এডিপি’র আকার দাঁড়িয়েছে এক লাখ ২৩ হাজার ৩৪৬ কোটি টাকায়। প্রায় ৪০ লাখ শ্রমিকের পোশাক খাত ঘিরেই বর্তমানে রফতানি আয় আসছে প্রায় ২৬ বিলিয়ন ডলার। ইতোমধ্যে রফতানি আয় ৩৪ বিলিয়ন ডলারের ঘর অতিক্রম করেছে। অথচ মাত্র কয়েক হাজার ডলার আয় দিয়ে যাত্রা শুরু করেছিল বাংলাদেশের রফতানি খাত।

বাজেট বাস্তবায়নে এবার অর্থনীতির প্রায় সবগুলো সূচক ইতিবাচক। রাজনৈতিক পরিস্থিতিও স্থিতিশীল। চলতি অর্থবছরে বাজেট বাস্তবায়ন নিয়ে বড় কোনো দুশ্চিন্তা নেই সরকারের। তিন লাখ ৪০ হাজার ৬০৫ কোটি টাকার বিশাল ব্যয়ের বাজেট বাস্তবায়নে অর্থমন্ত্রীর প্রধান ভরসার খাত রাজস্ব আয়। স্বাধীনতার পর দেশে প্রথমবারের মতো বাজেট ঘোষণা করা হয় ১৯৭২ সালে। প্রথম বাজেটের আকার ধরা হয়েছিল ৭৮৬ কোটি টাকা।

শিক্ষার ক্ষেত্রে চোখে পড়ার মতো অগ্রগতি হয়েছে। পরিসংখ্যান থেকে জানা যায়, দেশে বর্তমানে প্রায় ৯৭ দশমিক ৯০ শতাংশ শিশুকে প্রাথমিক শিক্ষায় শিক্ষিত করার সাফল্য অর্জিত হয়েছে। আট বছর আগে যেখানে প্রাথমিক স্তরে শিক্ষার্থী ভর্তির হার ছিল ৬১ শতাংশ তা এখন প্রায় শতভাগ। দেশে বর্তমানে সাক্ষরতার হার ৭১ ভাগ। প্রাথমিক-মাধ্যমিক শিক্ষায় নারীর অংশগ্রহণের ক্ষেত্রে দক্ষিণ-পূর্ব এশিয়ায় বাংলাদেশ তৃতীয় স্থানে রয়েছে। কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের সংখ্যা বৃদ্ধি পেয়ে পাঁচ হাজার ৭৯০টি এবং বিশ্ববিদ্যালয়ের সংখ্যা ১২৯-তে দাঁড়িয়েছে। ২০১৫ সাল থেকে আইসিটি (তথ্য ও যোগাযোগপ্রযুক্তি) বিষয়ে পাঠদান বাধ্যতামূলক করা হয়েছে।

তথ্য-প্রযুক্তি খাতে দেশের সাধারণ মানুষের সাথে ব্যাপকভাবে কম্পিউটার যুক্ত হয়েছে। পরিসংখ্যান থেকে জানা যায়, ১৯৬৪ সালে এ দেশে প্রথম কম্পিউটার আসে। ১৯৯৩ সালের মধ্যে এ দেশের প্রায় সকল পত্রিকা ও প্রকাশনায় কম্পিউটারের ব্যবহার শুরু হয়ে যায়। বিটিআরসির (বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন) হিসাব মতে, দেশে বর্তমানে ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা ছয় কোটি ৬৮ লাখ। আর ফেইসবুক ব্যবহারকারীর সংখ্যা দুই কোটি ৩০ লাখেরও বেশি। মোবাইল ফোন ব্যবহারকারীর সংখ্যা ১১ কোটি ৯০ লাখে উন্নীত হয়েছে। এছাড়া মাল্টিমিডিয়া কন্টেন্টের মাধ্যমে ৮৫ লাখ শিক্ষার্থী শেখার সুযোগ পাচ্ছে। সরকার ২০১৭ সালের মধ্যে কক্ষপথে বাংলাদেশের নিজস্ব স্যাটেলাইট স্থাপনের ঘোষণা দিয়েছে। যা দেশের টেলিযোগাযোগসহ তথ্য-প্রযুক্তি খাতে যুগান্তকারী পরিবর্তন নিয়ে আসবে।

স্বাস্থ্যসেবা মানুষের দোরগোড়ায় নিয়ে আসা হয়েছে। বিনামূল্যে ওষুধ দেয়া হচ্ছে। পরিসংখ্যান থেকে জানা যায়, গরীব মানুষের চিকিৎসার জন্য এ পর্যন্ত সারাদেশে ১৩ হাজার ৫০০টি কমিউনিটি ক্লিনিক চালু করা হয়েছে। ক্লিনিক থেকে সেবা পাচ্ছে শতকরা ৮২ ভাগ মানুষ। বিশ্বের প্রায় ৮০-৯০টি দেশে রফতানি হচ্ছে ওষুধ। নবজাতক ও শিশু মৃত্যুর হার হ্রাস পেয়েছে। গড় আয়ু বৃদ্ধি পেয়ে ৭০ বছর পেরিয়েছে।

দেশে বিদ্যুৎ উৎপাদনের ক্ষমতা তিনগুণ বৃদ্ধি পেয়েছে। বর্তমানে ৭৮ শতাংশ মানুষ বিদ্যুৎ সুবিধা পাচ্ছে। বিদ্যুৎ উৎপাদন ১৪ হাজার ৯৮০ মেগাওয়াটে উন্নীত হয়েছে। পরিসংখ্যান থেকে জানা যায়, বর্তমানে ১১ হাজার মেগাওয়াট ক্ষমতার ৩১টি বিদ্যুৎকেন্দ্র নির্মাণাধীন আছে।

দারিদ্র্য বিমোচন সংক্রান্ত এক পরিসংখ্যান থেকে জানা যায়, ২০০৫ সালে দেশে দারিদ্র্যের হার ছিল ৪০ শতাংশ। বর্তমানে তা ২২ শতাংশের নিচে নেমে এসেছে। অতি দরিদ্র মানুষের হার নেমে এসেছে ১২ শতাংশের নিচে।

বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ড. সালেহ উদ্দিন আহমেদ জাগো নিউজকে বলেন, আমাদের দেশ অর্থনৈতিকভাবে যতটুকু এগিয়েছে তার প্রধান কৃতিত্ব হচ্ছে এ দেশের সাধারণ মানুষ। দেশের সাধারণ মানুষ অত্যন্ত পরিশ্রমী, উদ্যোগী ও উদ্যমী। শিক্ষা, স্বাস্থ্য ও দারিদ্র্য বিমোচনের ক্ষেত্রে এ দেশের এনজিওগুলো (বেসরকারি উন্নয়ন সংস্থা) গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। বিশেষ করে এ দেশের নারীশ্রমিক ও গ্রামের সাধারণ নারীরা উন্নয়নে ব্যাপক অবদান রাখছেন। মোট কথা, অর্থনীতিতে আমাদের প্রায় সব অর্জন এসেছে খেটে খাওয়া মানুষের হাত ধরে। এ ক্ষেত্রে সরকার সহায়ক ভূমিকা পালন করছে।

বিশ্ব ব্যাংক ঢাকা কার্যালয়ের মুখ্য অর্থনীতিবিদ ড. জাহিদ হোসেন এক প্রশ্নের জবাবে জাগো নিউজকে বলেন, স্বাধীনতার পর থেকেই উন্নয়ন সূচকে বাংলাদেশ ভালো করেছে। সামাজিক সূচকেও অনেক এগিয়ে বাংলাদেশ।

তিনি বলেন, অপ্রত্যাশিত এ সাফল্যের পেছনে শুধু সরকার নয়, বেসরকারি উদ্যোগও কাজ করেছে। এছাড়া বাংলাদেশের মানুষের নিজস্ব কিছু উদ্ভাবনী ক্ষমতা রয়েছে যা দেশকে অর্থনৈতিকভাবে শক্তিশালী করছে। যেকোন মহামারী রোগ ও দুর্যোগ প্রতিরোধে দেশের মানুষ আগের চেয়ে অনেক বেশি সচেতন। এসব ক্ষেত্রে সরকারি-বেসরকারি উদ্যোগের সঙ্গে সাধারণ মানুষের অদম্য উদ্যোগ এবং চেষ্টাই বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে।

অনেক নাটকীয়তা শেষে নিজস্ব অর্থায়নেই পদ্মাসেতু প্রকল্প বাস্তবায়নে হাত দিয়েছে সরকার। ইতোমধ্যে সেতুর মূল কাজের উদ্বোধন করা হয়েছে। বর্তমানে এ প্রকল্পের কাজ প্রায় ৪০ শতাংশ শেষ হয়েছে। এটি শেষ হলে মোট দেশজ আয় ১ শতাংশের বেশি বাড়বে বলে জানিয়েছে একসময় সেতুটিতে অর্থায়নে সম্মত হওয়া বিশ্ব ব্যাংক।

চলছে মেট্রোরেল প্রকল্পের প্রাথমিক পর্যায়ের কাজ। চট্টগ্রামের সঙ্গে ঢাকার যোগাযোগ ব্যবস্থা আধুনিকায়নের কাজ চলছে। কিছুদিনের মধ্যে ঢাকা-চট্টগ্রাম সড়ক পথ চার লেনে উন্নীতকরণের কাজ শেষ হবে। আখাউড়া-লাকসাম প্রকল্পের কাজ শেষ হলে ঢাকা-চট্টগ্রাম রেলপথ ডাবল লাইনে উন্নীত হবে।

দেশের ইতিহাসে সবচেয়ে বড় প্রকল্প হিসেবে মাতারবাড়ী কয়লাভিত্তিক বিদ্যুত প্রকল্পের অনুমোদন দেয়া হয়। একই সাথে শুরু হয়েছে ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণের ‘ফিজিক্যাল ওয়ার্ক’। রামপালে এক হাজার ৩২০ মেগাওয়াট বিদ্যুৎ প্রকল্পের উৎপাদন আসার কথা রয়েছে ২০১৮-এর ডিসেম্বরের মধ্যে। দ্রুত কাজ শেষ করতে এটিকে ফাস্ট ট্রাক প্রকল্পে যোগ করা হয়েছে। এছাড়া বিদ্যুৎ খাতকে সমৃদ্ধ করতে সরকারের ধারাবাহিক চেষ্টার সর্বশেষ স্মারক পাবনার রূপপুরে দেশের প্রথম পরমাণু বিদ্যুৎকেন্দ্র নির্মাণ প্রকল্প। সরকার রাশিয়ার সহযোগিতায় এ প্রকল্প বাস্তবায়নে তৎপরতা শুরু করে দিয়েছে। ঈশ্বরদীর পদ্মা নদীর তীরে হার্ডিঞ্জ ব্রিজের প্রায় এক হাজার মিটার পূর্ব-দক্ষিণ কোণে ২৫৯ দশমিক ৯০ একর জমিতে এ প্রকল্প বাস্তবায়ন করা হচ্ছে। এটি উৎপাদনে গেলে ২০২১ খ্রিস্টাব্দে প্রায় দুই হাজার মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে যোগ হবে।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি