সোমবার,১৩ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ


সুখী দেশের গাঁজাখুরি তালিকা


পূর্বাশা বিডি ২৪.কম :
২৬.০৩.২০১৭

পূর্বাশা ডেস্ক:

এখন বিশ্বজুড়ে দিবসের ছড়াছড়ি। খুঁজলে প্রতিদিনই কোনো না কোনো দিবস পাওয়া যাবে। দিবস পালন নিয়ে আমার আদিখ্যেতাও নেই, আপত্তিও নেই। মা দিবস, বাবা দিবস, নারী দিবস, ভালোবাসা দিবস-দিবসের কোনো শেষ নেই। দিবস মানে কিন্তু এই নয় যে আপনি খালি বছরে একদিন মা-বাবাকে ভালোবাসবেন, নারীকে মর্যাদা দেবেন; বাকি ৩৬৪ দিন উল্টো আচরণ করবেন।

দিবস মানে হলো আপনি বছরের প্রতিটি দিনই ভালোবাসবেন। বছরে একদিন তা আয়োজন করে পালন করবেন। এই যেমন গত ২০ মার্চ ছিল ওয়ার্ল্ড হ্যাপিনেস ডে, বাংলা করলে হয়তো দাড়াবে বিশ্ব সুখ দিবস। এই দিবসটির কথা আমি জানতাম না। এক বন্ধু ফোন করে জানালে বেশ মজাই পেলাম। কেমন সুখ সুখ লাগছিল।

এখন বছরের ৩৬৪ দিন যদি আপনি অসুখী থাকেন, একদিন কি আর সুখ দিবস পালন করতে পারবেন। সুখ ব্যাপারটাই আসলে ধারণা। অনেক অর্থ থাকলেও আপনি অসুখী হতে পারেন। আবার কপর্দকহীন হলেও সুখী হতে পারেন। প্রতিদিন অফিস থেকে বেরিয়ে রাতে কারওয়ানবাজারের ফুটপাতে অনেক মানুষকে

ঘুমাতে দেখি। তাদের সবার দিন আনি দিন খাই দশা। একদিন কাজ না পেলে খাওয়া জোটে না। কিন্তু তাদের ঘুমন্ত চেহারার দিকে তাকালে আপনিও বুঝবেন, তারা সুখী। কোনো অসুখী মানুষের পক্ষে ফুটপাতে অমন নিশ্চিন্তে ঘুমানো সম্ভব না। অনেক বিত্তবানকে জানি, তারা ঘুমানোর জন্য দিনে লাখ টাকা খরচ করতেও রাজি।

আমি বছরের ৩৬৫ দিনই সুখী। তাই একদিনের সুখ দিবস নিয়ে আমার কোনো মাথাব্যথা নেই। তবে সন্ধ্যায় মাথাটা সত্যি ব্যথা করে উঠলো। বিশ্ব সুখ দিবস উপলক্ষ্যে জাতিসংঘের সাসটেইনেবল ডেভেলপমেন্ট সলিউশনস নেটওয়ার্ক (এসডিএসএন) থেকে বিশ্বের সুখী দেশের একটি তালিকা প্রকাশ করা হয়েছে।

এই তালিকা অনুযায়ী বিশ্বের সবচেয়ে সুখী দেশ নরওয়ে। তালিকায় গতবছরের প্রথম ডেনমার্ক আছে দুইয়ে। টপ টেনে আরো আছে আইসল্যান্ড, সুইজারল্যান্ড, ফিনল্যান্ড, নেদারল্যান্ডস, কানাডা, নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়া ও সুইডেন। ১৫৫টি দেশের মধ্যে সুখী দেশ হিসেবে বাংলাদেশের অবস্থান ১১০তম। বাংলাদেশের অবস্থান দেখেই একটু খটকা লাগলো। কিন্তু তালিকায় পাকিস্তানের অবস্থান দেখে মাথায় বাজ পড়লো। পাকিস্তান নাকি ৮০তম।

সবচেয়ে মজার ব্যাপার হলো, দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে পাকিস্তান সবার ওপরে। নেপালের অবস্থান ৯৯তম, মিয়ানমার ১১৪তম, শ্রীলঙ্কা ১২০তম, আর ভারত ১২২তম। আচ্ছা আপনারাই বলুন, যে তালিকায় ভারত ১২২, বাংলাদেশ ১১০; সে তালিকায় যদি পাকিস্তানের অবস্থান ৮০ হয়, আপনারা কি সে তালিকা বিশ্বাস করবেন?

আমার যেমন মনে হচ্ছে তালিকাটি গাঁজা খেয়ে করা হয়েছে, আপনাদেরও কি তেমন মনে হচ্ছে না? এসডিএসএনের পরিচালক ও জাতিসংঘ মহাসচিবের বিশেষ উপদেষ্টা জেফ্রে স্যাকস এই তালিকা সম্পর্কে বলেছেন, ‘যেসব দেশে সমৃদ্ধির মধ্যে ভারসাম্য আছে, অর্থাৎ যেসব দেশে সমাজের চূড়ান্ত পর্যায়ের আস্থা আছে, অসমতা কম ও সরকারের প্রতি জনগণের পূর্ণ আস্থা আছে— সেসব দেশ সাধারণ মাপকাঠিতে সুখী দেশ।’

সুখী দেশের এই তালিকাটি তৈরি করতে ছয়টি মানদণ্ডকে বিবেচনায় নেওয়া হয়। এই ছয়টি মানদণ্ড হলো মোট দেশজ উৎপাদন, স্বাস্থ্যকর জীবনের প্রত্যাশা, স্বাধীনতা, উদারতা, সামাজিক সমর্থন এবং দুর্নীতিবিহীন সরকার ও ব্যবসা। এই মানদণ্ডের কোনটিতে পাকিস্তান বাংলাদেশের চেয়ে এগিয়ে?

আগেই বলেছি, সুখ আসলে অর্থে হয় না, সুখ হলো অনুভব। এখন যে দেশ আন্তর্জাতিক শিরোনাম হয় বোমাবাজি আর সন্ত্রাসের কারণে, যে দেশ জন্মের পর থেকেই প্রত্যক্ষ ও পরোক্ষভাবে সামরিক শাসনের যাতাকলে পিষ্ট, যে দেশে সবচেয়ে প্রভাবশালী প্রতিষ্ঠান সেনা গোয়েন্দা সংস্থা আইএসআই, যে দেশে নারীরা স্কুলে যেতে গেলে জঙ্গীদের গুলি খেতে হয়, সীমান্তবর্তী এলাকার ওপর যে দেশের কেন্দ্রের কোনো নিয়ন্ত্রণ নেই, যে দেশের সেনারা একাত্তরে মানবতাবিরোধী অপরাধ করেছে, যে দেশে বিদেশের ক্রিকেটাররা নিরাপদ নয়, যে দেশে প্রাসাদ ষড়যন্ত্রে নিহত হন শীর্ষ রাজনীতিবিদরা- সে দেশের মানুষ সুখী

হয় কিভাবে?

আচ্ছা অন্য সব কথা বাদ দিলাম। অর্থনৈতিক ও সামাজিক সূচকেও তো পাকিস্তান বাংলাদেশের চেয়ে ঢের পিছিয়ে। বাংলাদেশ যখন বিশ্বে উন্নয়নের রোল মডেল, পাকিস্তান তখন প্রায় ব্যর্থ রাষ্ট্র। লেটেস্ট তথ্য জানি না। কয়েক বছর আগের তথ্য বলি। বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুসারে, ২০১২-১৩ অর্থবছরে বাংলাদেশের রপ্তানি আয় ২৭ বিলিয়ন ডলার ছাড়িয়ে গেছে, সেখানে এই সময়ে পাকিস্তানের ছিল ২৪ দশমিক ৫ বিলিয়ন ডলার।

একই সময়ে বাংলাদেশ রেমিট্যান্স পেয়েছে ১৪ বিলিয়ন ডলার, পাকিস্তান পেয়েছে ৯ বিলিয়ন ডলার। অথচ এই সময়ে যেখানে পাকিস্তানের বৈদেশিক বাণিজ্য ঘাটতি ২০ বিলিয়ন ডলার, সেখানে বাংলাদেশের মাত্র ৭ বিলিয়ন ডলার। বাংলাদেশের চলতি হিসাবের উদ্বৃত্ত ২ দশমিক ১২ বিলিয়ন ডলারেরও বেশি। অথচ পাকিস্তানসহ দক্ষিণ এশিয়ার সব দেশে চলতি হিসাবে রয়েছে ঘাটতি। বাংলাদেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ পাকিস্তানের প্রায় দ্বিগুণ।

বাংলাদেশের জিডিপি প্রবৃদ্ধির হারও ছাড়িয়ে গেছে পাকিস্তানের প্রবৃদ্ধিকে। ২০১২-১৩ অর্থবছরে বাংলাদেশের জিডিপি প্রবৃদ্ধির হার ছিল ৬ দশমিক ২ শতাংশ আর পাকিস্তানের তখন ৩ দশমিক ৬ শতাংশ।বাংলাদেশের মানুষের গড় আয়ু এখন ৬৯ বছর হলেও পাকিস্তানে মানুষের গড় আয়ু ৬৫ বছর। এক বছরের নিচে শিশুমৃত্যু হার রোধেও পাকিস্তানের চেয়ে ভালো অবস্থানে বাংলাদেশ।

দেশে প্রতি হাজারে শিশুমৃত্যু হার (এক বছরের নিচে বয়স) ৩৭ জনের। অথচ পাকিস্তানে এ হার ৫৯। এক থেকে পাঁচ বছর বয়সী শিশুমৃত্যু রোধের ক্ষেত্রেও বাংলাদেশের সাফল্য লক্ষণীয়। দেশে এখন পাঁচ বছরের নিচে শিশুমৃত্যু হার হাজারে ৪৬ জন, যা পাকিস্তানে ৭২।

স্যানিটেশনেও পাকিস্তানের তুলনায় বাংলাদেশ অনেক ভালো অবস্থানে রয়েছে। এখন দেশে ৫৬ শতাংশ পরিবার সঠিকভাবে স্যানিটেশন সুবিধা পায়।

অথচ পাকিস্তানে এই হার ৪৮ শতাংশ। দেশে সন্তান জন্মের হারও অনেক কমেছে। ১৯৯০ সালে দেশে সন্তান জন্মের হার ছিল ৪ দশমিক ৫ শতাংশ। সেটি এখন কমে দাঁড়িয়েছে ২ দশমিক ২ শতাংশে, যা পাকিস্তানের চেয়েও কম। পাকিস্তানে এখন সন্তান জন্মের হার ৩ দশমিক ৪ শতাংশ।

আমি নিশ্চিত এই কয়েকবছরে এইসব সূচকে বাংলাদেশ আরো এগিয়েছে, আর পাকিস্তান আরো পিছিয়েছে। বাংলাদেশ এগুতেই থাকবে, পাকিস্তান পেছাতেই থাকবে। যুক্তরাষ্ট্রের মতো দেশ, যারা স্বাধীনতার প্রাক্কালে বাংলাদেশকে তলাবিহীন ঝুড়ি বলে অভিহিত করেছিল, তারাই আজ বাংলাদেশকে উদীয়মান টাইগার বলে ভূয়সী প্রশংসা করছে।

মানব সূচক উন্নয়নে বাংলাদেশের অগ্রযাত্রা দেখে জাতিসংঘের মহাসচিব বান কি মুন অন্যান্য স্বল্পোন্নত দেশকেও তা অনুসরণ করতে বলেছেন। বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি যে হারে বাড়ছে তাতে ২০২১ সালের মধ্যেই মধ্যম আয়ের দেশে পৌঁছানোর আশা সবার। ২০৩০ সালের মধ্যে বাংলাদেশ হবে ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত।

আর ২০৫০ সালে উন্নত দেশের কাতারে শামিল হবে বাংলাদেশ। আর বিশ্ব মানচিত্রে পাকিস্তানের অস্তিত্বই প্রগতির পথে, শান্তির পথে বড় অন্তরায়। বাংলাদেশের নাগরিক হিসেবে নয়, একজন নিরপেক্ষ মানুষ হিসেবে আপনারাই বলুন, সুখী দেশের তালিকায় পাকিস্তান বাংলাদেশের চেয়ে এগিয়ে থাকে কিভাবে?

আমার মাথায় ঢোকে না। আচ্ছা অন্য তুলনা বাদ দিন। ফিরছি জাতিসংঘেই। জাতিসংঘের সাসটেইনেবল ডেভেলপমেন্ট সলিউশনস নেটওয়ার্ক (এসডিএসএন) ২০ মার্চ সুখী দেশের তালিকা প্রকাশ করেছে। আর জাতিসংঘ উন্নয়ন কর্মসূচির (ইউএনডিপি) ২২ মার্চ মানব উন্নয়ন সূচক প্রকাশ করেছে। তাতে বাংলাদেশের অবস্থান ১৩৯, আর পাকিস্তানের ১৪৭।

এবার বলুন আপনি কোনটা বিশ্বাস করবেন? গতবছর যুক্তরাজ্যভিত্তিক সংগঠন নিউ ইকোনমিক্স ফাউন্ডেশন প্রকাশিত ‘হ্যাপি প্ল্যানেট ইনডেক্স’এ বাংলাদেশের অবস্থান ছিল অষ্টম। আপনি যদি অর্থের মাপকাঠিতে মাপেন তাহলে বাংলাদেশ হয়তো অনেক পেছনে থাকবে। কিন্তু আপনি যদি সত্যি সত্যি সুখী মানুষের দেশ খোঁজেন, তাহলে নিউ ইকোনমিক্স ফাউন্ডেশনের তালিকাটিই কি আপনার কাছে বিশ্বাসযোগ্য মনে হবে না?

একাত্তরে নয়মাসের রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধ শেষে পাকিস্তানী হানাদার বাহিনী সোহরাওয়ার্দী উদ্যানে খোলা আকাশের নিচে মাথা নিচু করে আত্মসমর্পণ করেছিল। স্বাধীনতার মাসে সেই পাকিস্তানকে কোনো সূচকে ওপরে দেখলে গা জ্বলে যায়। আর এমন গাঁজাখুরি তালিকা দেখলে তো পায়ের রক্ত মাথায় উঠে যায়।

সবসময় আমি মুক্তিযোদ্ধাদের সবার ওপরে রাখি। কারণ আমরা অনেকে অনেক কিছু হতে পারবো, কিন্তু চাইলেও আর মুক্তিযোদ্ধা হরেত পারবো না। মুক্তিযোদ্ধারা জীবনের মায়া তুচ্ছ করে অকার্যকর পাকিস্তান থেকে স্বাধীনতা ছিনিয়ে এনেছিলেন বলেই আজ আমরা সম্ভাবনাময় ‘নেক্সট ইলেভেন’-এর অন্যতম।

স্বাধীনতার মাসে বীর শহীদ ও মুক্তিযোদ্ধাদের প্রতি রইল গভীর শ্রদ্ধা ও কৃতজ্ঞতা। আর পাকিস্তানের জন্য রইলো করুণা।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি