সোমবার,১৩ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ


কক্সবাজারে রিমান্ডে নির্যাতিত এক গৃহবধূর অবস্থা সংকটাপন্ন


পূর্বাশা বিডি ২৪.কম :
২৭.০৩.২০১৭

পূর্বাশা ডেস্ক:
তদন্তকারি পুরুষ কর্মকর্তা কর্তৃক শারীরিক নির্যাতিত কক্সবাজারের এক গৃহবধুকে উন্নত চিকিৎসার জন্য জামিনে মুক্তি দিয়েছে আদালত। বর্তমানে ওই গৃহবধুর শারিরীক অবস্থা আশংকাজনক। তিনি এখন চিকিৎসা নিচ্ছেন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে।
সংশ্লিষ্ট সুত্র জানায়, সদর উপজেলার লিংকরোডের বিশিষ্ট ব্যবসায়ি আলী আহমদ কোম্পানির স্ত্রী জীবন আরা বেগম নামের ওই মহিলাকে গত ২ মার্চ স্বপরিবারে ইয়াবা মামলায় চালান দেন কক্সবাজার মডেল থানা পুলিশ।
অভিযোগ উঠেছে, পুলিশ প্রতিপক্ষের দ্বারা প্রভাবিত হয়ে জীবন আরা ও তার স্বামীকে ২ মার্চ রাতে ইয়াবা মামলায় চালানের দীর্ঘ ১০ দিন পর জিজ্ঞাসাবাদের নামে ৭ দিনের রিমান্ড আবেদন করেন। আদালত ১ দিনের রিমান্ড মঞ্জুর করলে সদর মডেল থানায় কর্মরত পুলিশের উপপরির্শক মানস বড়–য়া তৎকালিন সময়ে কারান্তরিন থাকা জীবন আরাকে রিমান্ডের জন্য থানায় নিয়ে আসেন।
জীবন আরা আদালত ও সাংবাদিকদের অভিযোগ করেন, এসআই মানস গভীর রাতে জিজ্ঞাসাবাদের নামে তাকে বিবস্ত্র করে ব্যাপক মারধর ও শরীরের স্পর্শকাতর অঙ্গসমুহে বারবার বৈদ্যুতিক শক দিয়ে আত্মীয়স্বজনদের ফোন দিয়ে ৩০ লাখ টাকা এনে দেয়ার জন্য চাপ প্রয়োগ করেন। এতে থানা অভ্যন্তরে রিমান্ডে নির্যাতিত জীবন আরা অপারগতা প্রকাশ করলে ক্ষিপ্ত এসআই মানস তার উপর নির্যাতনের মাত্রা বাড়িয়ে দেয়। ফলে জীবন আরা এ ব্যাপারে প্রয়োজনীয় তদন্ত পুর্বক তাকে রিমান্ডে নির্যাতনকারি পুলিশ কর্মকর্তা মানস বড়–য়ার শাস্তি দাবি করে প্রশাসনের উচ্চ পর্যায়ের তড়িৎ হস্তক্ষেপ কামনা করেছেন।
তিনি সদর হাসপাতালে চিকিৎসাধিন অবস্থায় সাংবাদিকদের হাউমাউ করে কেঁদে তার উপর ঘটে যাওয়া অমানুষিক নির্যাতনের ঘটনার বর্ণনা দিয়ে বলেন, আমি অন্য দশজন সাধারণ নারীর মতো একজন সাধারণ গৃহিনি। আমার স্বামী লিংকরোড ও বাংলাবাজারের একজন বিশিষ্ট ব্যবসায়ি। আপনারা তাকে চেনেন। কিছুদিন আগে ব্যবসায়িক কাজে আমার স্বামী ঢাকার এক লোককে কিছু টাকা দেন। ওই টাকা গুলো নিয়ে লোকটি প্রতারণা করায় আমরা তাকে ধরে প্রাপ্য টাকা আদায়ের চেষ্টা করলে লোকটি আমাদেরকে রশিদমূলে একটি গাড়ি বিক্রয় করে দেয়। কিন্তু আচর্যজনক বিষয় হচ্ছে, কদিন যেতে না যেতেই প্রতারক ওই লোকটি মডেল থানা পুলিশকে বিভ্রান্ত করে আমাদের বিরুদ্ধে থানায় একটি সাজানো অভিযোগ দিলে পুলিশ গাড়িটি উদ্বারে গভীর রাতে লিংকরোডস্থ আমাদের বাসায় হানা দেয়। ওই রাতে পুলিশ আমাদের ঘুম থেকে তুলে গামছা দিয়ে চোখ বেঁধে পাশবিক নির্যাতন পুর্বক ৩০ লাখ টাকা না দিলে পরিনতি খারাপ হবে বলে হুমকি দেয়। আমরা একসাথে অতটাকা দিতে না পারায় মডেল থানা পুলিশ আমাদের মিথ্যা ইয়াবা মামলায় ফাঁসিয়ে দিয়ে ক্ষান্ত হননি, অভিযানের নামে পুলিশ ওই বাড়ির আলমিরা ভেঙ্গে নগদ টাকা ও স্বর্ণালংকার লুট করে নিয়েছে বলে পুলিশের বিরুদ্ধে অভিযোগ করেছেন জীবন আরা।

”তানজিনা মজুমদার রুমকী”

২৭.০৩.২০১৭



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি