বৃহস্পতিবার,২রা মে, ২০২৪ খ্রিস্টাব্দ


বাংলাদেশ ব্যাংকের আগুন লাগা ফ্লোরে কাজ বন্ধ


পূর্বাশা বিডি ২৪.কম :
২৭.০৩.২০১৭

পূর্বাশা ডেস্ক:

বাংলাদেশ ব্যাংকের আগুন লাগা সেই বৈদেশিক মূদ্রা নীতি বিভাগের ফ্লোরে আপাতত কাজ বন্ধ। চলছে তদন্তের কাজ। উপর-নীচের ফ্লোরগুলোতে ধোয়া-মোছার কাজ হচ্ছে। উপর-নীচের দুটি ফ্লোরে কর্মকর্তারা নিজ নিজ আসনে বসলেও ২৩ মার্চ রাতে সংঘঠিত অগ্নিকান্ডের প্রসঙ্গ নিয়েই আছেন। কেউ কেউ নিজেদের ফাইলগুলো গুছিয়ে নিচ্ছেন। তবে অন্য সকল শাখার কাজ যথা-রীতি চলছে। আগুন লাগার পরবর্তি প্রথম কার্যদিবস সোমবার সকালে সরেজমিনে এমন চিত্র দেখা গেছে।

সোমবার সকালে ফ্লোরগুলোতে দেখা যায়, বৈদেশিক মূদ্রা নীতি বিভাগের বাইরে থেকে কড়া প্রহরায়। বৈদ্যুতিক বাতি বন্ধ। পুরো ফ্লোরে আগুন নেভানোর সময়ে পানি ও পোড়ার উৎকট বন্ধ। ভেতের বিভিন্ন  তদন্ত সংস্থার লোকজন আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির কারণে অনুসন্ধানে ব্যস্ত। বৈদেশিক মূদ্রা নীতি বিভাগের উপরে অবস্থিত বাংলাদেশ ব্যাংকের অন্যতম গুরুত্বপূর্ণ বিভাগ ‘ডিপার্টমেন্ট অব অপসাইড সুপারভিসন’ (ডস) ফ্লোরের ধোয়া ও পোড়ার গন্ধ রয়ে গেছে। ১৮তম ফ্লোর পর্যন্ত পোড়ার গন্ধ ছড়িয়েছে। ডস-এ ধোঁয়া-মোছার কাজ চলছে। আগুন যাতে না ছড়িয়ে পড়ে এ জন্যে এই ফ্লোরের পুর্ব পাশের জানালা ভেঙ্গে পানি দেওয়া হয়েছিল। সেই সাথে ধোয়া ঢুকে  ফ্লোরটিতে। তবে এ ফ্লোরে আগুন আসতে পারেনি, তার আগেই ফায়ার সার্ভিসের লোকজন নিভিয়ে ফেলে।

বৈদেশিক মূদ্রা নীতি বিভাগের নীচে অপর গুরুত্বপূর্ণ বিভাগ বিআরপিডি’র পোড়ার ঝাঝালো গন্ধ কিছুটা কম হলেও সবার মাঝে আগুনের আলোচনা। কাজে পুরোপুরি মনোনিবেশ করানোর চেষ্টা করছেন উর্দ্ধতন কর্মকর্তারা। ব্যাংক অনুমোদন, বাণিজ্যিক ব্যাংকগুলোর প্রধানদের নিয়োগসহ বাণিজ্যিক ব্যাংকগুলোক নিয়ন্ত্রণ করার ক্ষেত্রে ‘সুইজ হাউজ’ বলে বিবেচিত বিআরপিডির কর্মকর্তারা সতর্ক নিজ নিজ ডেস্ক থাকার ফাইলগুলোর ব্যাপারে। আর ১৩তম ফ্লোরে অবস্থিত বৈদেশিক মূদ্রা নীতি বিভাগের দুটি ডেস্ক ক্ষতি গ্রস্ত হলেও ফায়ার সার্ভিসের নিরাপদ পানির  কারণে ভিজে যাওয়া কাগজপত্র শেষ পর্যন্ত কতটা উদ্ধার হবে সে মনোযোগ এ বিভাগের কর্মকবর্তাদের।

২৭/০৩/১৭ইং , চৈতি।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি