বৃহস্পতিবার,৯ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ


শিক্ষিকার শ্লীলতাহানি নকলে বাধা দেওয়ায় , শিক্ষককে মারধর


পূর্বাশা বিডি ২৪.কম :
২৮.০৩.২০১৭

 


পূর্বাশা ডেস্ক:

পরীক্ষা চলাকালে নকল করতে বাধা দেয়ায় পরীক্ষা হলেই শিক্ষিকার শ্লীলতাহানি করল ছাত্ররা। এ ছাড়া আরেক শিক্ষককে মেঝেতে ফেলে বেদম পিটুনি দিল তারা। উভয় শিক্ষককে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ঘটনাটি ঘটেছে ভারতের পশ্চিমবঙ্গের বর্ধমান জেলার একটি স্কুলে। উচ্চ মাধ্যমিকের রাষ্ট্রবিজ্ঞানের পরীক্ষা চলাকালে সঙ্গে আনা নকল দেখে খাতায় লিখছিল ছাত্ররা। এ সময় ওই শিক্ষিকা তা দেখে ফেলে নকলগুলো কেড়ে নেন। এতে ক্ষিপ্ত হয়ে ছাত্ররা তার উপর ঝাঁপিয়ে পড়ে তাকে সবার সামনে শ্লীলতাহানি করে।

ওই শিক্ষিকা জানান, নকল করার ব্যাপারে বার বার সতর্ক করা হলেও শোনেনি ছাত্ররা। পরে নকল কেড়ে নেয়ায় তার শ্লীলতাহানি করা হয়।

পরে স্থানীয় থানার পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

এই ঘটনায় ক্ষুব্ধ হয়েছেন রাজ্যের শিক্ষামন্ত্রী। তিনি তদন্ত কমিটি গঠন করে দ্রুত রিপোর্ট দিতে বলেছেন।

পূর্বাশানিউজ/২৮-মার্চ ২০১৭/মাহি

 



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি