বৃহস্পতিবার,৯ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ


এই বছরের শেষেই আমেরিকায় মোদি যেতে পারেন ট্রাম্পের আমন্ত্রণ রক্ষা করতে


পূর্বাশা বিডি ২৪.কম :
২৯.০৩.২০১৭

পূর্বাশা ডেস্ক:

এই বছরের শেষেই দিকে আমেরিকায় পাড়ি দিতে পারেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। খবর পাওয়া যাচ্ছে, নরেন্দ্র মোদির সঙ্গে দেখা করার ইচ্ছে প্রকাশ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মঙ্গলবার হোয়াইট হাউজের অন্দর থেকে এমনই ইঙ্গিত পাওয়া গেল।

গত সপ্তাহে উত্তর প্রদেশ বিধানসভা নির্বাচনে বিজেপির তুমুল জয়ের শুভেচ্ছা জানিয়ে, মোদিকে ফোন করেছিলেন ডোনাল্ড ট্রাম্প । প্রেসিডেন্ট নির্বাচনে জেতার পর দায়িত্বভার নিয়েই ট্রাম্প ফোনালাপ সেরেছিলেন বেশ কিছু গুরুত্বপূর্ণ দেশের রাষ্ট্রনায়কের সঙ্গে । সেই তালিকায় নাম ছিল ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিরও । আবারও হোয়াইট হাউস থেকে ফোন এল রাজধানীতে ।

গেরুয়া ঝড়ে ক্ষমতা দখল সম্পূর্ণ উত্তরপ্রদেশে । গো-বলয়ে বিজেপির বিপুল জয়ে সাগরপার থেকে এল শুভেচ্ছা বার্তা। মুখ্যমন্ত্রী পদ প্রার্থী ছাড়াও এমন বিপুল জয়ের পিছনে রয়েছে মোদি ক্যারিশমাই, তা মেনেছেন সকলে। এবার সেই সাফল্যের কারণে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে ফোন করে অভিনন্দন জানান স্বয়ং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

সোমবার সন্ধেয় হোয়াইট হাউস থেকে ফোন করে ট্রাম্প সাম্প্রতিক নির্বাচনে সাফল্যের জন্য প্রধানমন্ত্রী মোদিকে শুভেচ্ছা জানান। হোয়াইট হাউসের প্রেস সচিব শন স্পাইসার জানিয়েছেন, শুভেচ্ছা বিনিময় ছাড়াও বেশ কিছুক্ষণ কথা হয় দুই দেশের রাষ্ট্র নায়কের মধ্যে । ট্রাম্প আবারও মোদিকে বলেন ভারতকে তারা বন্ধু রাষ্ট্র মনে করে। আন্তর্জাতিক মঞ্চে সমস্ত চড়াই-উতরাইয়ে আমেরিকা ভারতকে পাশে পাবে বলেই আশা রাখে। একইসঙ্গে ভারতকেও আন্তর্জাতিক মঞ্চে সমর্থনের আশ্বাস দিয়েছেন ট্রাম্প।

উল্লেখ্য, গত ৮ নভেম্বর আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচনের ফলাফল প্রকাশিত হওয়ার পরই জয়ের জন্য নয়া প্রেসিডেন্ট ট্রাম্পকে ফোন করে অভিনন্দন জানান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ।

শুধু ওয়াশিংটনের হোয়াইট হাউস নয় । জার্মান চ্যান্সেলর অ্যাঞ্জেলা মর্কেলের তরফ থেকেও নির্বাচনে বিপুল জয়ের জন্য শুভেচ্ছা বার্তা পেয়েছেন নরেন্দ্র মোদি ।

পূর্বাশানিউজ/২৯-মার্চ ২০১৭/মাহি



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি