শুক্রবার,১০ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ


সৌদিতে শ্রমিকদের সাথে অমানবিক আচরণ!


পূর্বাশা বিডি ২৪.কম :
২৯.০৩.২০১৭

পূর্বাশা ডেস্ক:

সৌদিআরব, কয়েকজন শ্রমিককে তাদের কফিল বা নিয়োগকর্তারা তাদেরকে অমানবিক ভাবে মরুভূমির মাঝে রেখে এসেছে যাতে তারা যেন কোন প্রতিবাদ অথবা কাজে ফিরে আসতে না পারে ।

জানাযায়,প্রায় ২৯ জন পরিচ্ছন্ন শ্রমিক কে নিয়োগ-কর্তা কয়েকদিন আগে শিক্ষা মন্ত্রণালয় এর নির্দেশে সৌদির পূর্বাঞ্চলীয় এলাকার একটি স্কুলে পরিষ্কার করার কাজে চুক্তিবদ্ধ হয়। তাদের চুক্তি অনুযায়ী তাদেরকে দুই বছরের জন্য কাজ করে এবং তারা তাদের চুক্তি অনুযায়ী ঠিক সময়ে কাজ শেষ করেছিল এবং তারা কাজ শেষ করে নিজেদের পাওনা বুঝেনিয়ে নিজ দেশে চলে যেতে চেয়েছিল।

কিন্তু নিয়োগকর্তা তাদের সাথে অমানবিক আচরণ করে।

তারা শ্রম বিভাগ কে জানায় যে , তারা যে এলাকায় কাজ করত এবং বসবাস করত সেখান থেকে প্রায় তিন সপ্তাহ আগে তাদেরকে সাফানিয়া নামক একটি মরুভূমি এলাকায় রেখে আসা হয় । যা প্রায় বসবাসরত স্থান থেকে ২০০ কিলোমিটার দুরে অবস্থিত।

তারা জানায় ঐদিন থেকে তারা কোন খাদ্য,এমনকি পান করার মত পানি ছাড়াই দিন কাটিয়েছিল।

তারা অত্যন্ত দু:খের সাথে তাদের উপর এ রমক অমানবিক আঁচারনের কথা সৌদি শ্রম মন্ত্রণালয় কে ইন্ডিয়ান এম্বেসির সহযোগিতায় অভিযোগ করে।

এবং বিপদগ্রস্ত শ্রমিকগন বলেন,সৌদিআরব এসে এরকমভাবে অমানবিক আচরনের সন্মুখিন হতে হবে তা তারা কখনো ভাবেনি ।

সৌদি শ্রম মন্ত্রণালয় এবং ইন্ডিয়ান এম্বেসি ঘটনার সত্যতা পেয়ে উভয় ই এই বিষয়টি ফয়সালা করার জন্য জোর তৎপরতা চালাচ্ছে আর এ জন্য শ্রমিকরা তাদের পক্ষ থেকে সৌদি শ্রম মন্ত্রণালয় এবং ইন্ডিয়ান এম্বেসি পাশে থাকার জন্য ধন্যবাদ জানিয়েছে। এবং তারা তাদেরমত অন্য কোন বিদেশী শ্রমিকদের সাথে এরকম অমানবিক আচরন না হয় এই ব্যাপারে ভূমিকা রাখার জন্য আহবান জানায়।

উল্লেখ্য, বিপদগ্রস্ত শ্রমিকগন ভারতীয় নাগরিক বলে জানাযায়।

২৯/০৩/২০১৭, চৈতি।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি