রবিবার,৫ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ


টেকনাফে ১৯ রোহিঙ্গাকে ফেরত পাঠাল বিজিবি


পূর্বাশা বিডি ২৪.কম :
০১.০৪.২০১৭

পূর্বাশা ডেস্ক : কক্সবাজারের টেকনাফে মিয়ানমার থেকে অবৈধভাবে অনুপ্রবেশের চেষ্টাকালে একটি রোহিঙ্গা বহনকারী নৌকাসহ ১৯ জনকে আটকের পর ফেরত পাঠিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

৩১ মার্চ শুক্রবার রাত ১২টার দিকে নাফ নদীর শাহপরীর দ্বীপ ঘোলারচর পয়েন্ট দিয়ে রোহিঙ্গারা বাংলাদেশে অনুপ্রবেশের চেষ্টা করে। পরে দিবাগত রাত তিনটার দিকে তাদের একই সীমান্ত দিয়ে মিয়ানমারে ফেরত পাঠানো হয়।

টেকনাফ ২ বিজিবির অধিনায়ক লে. কর্নেল মো. আবুজার আল জাহিদ সংবাদমাধ্যমকে বলেন, শুক্রবার রাতে নাফ নদীর শাহপরীর দ্বীপ ঘোলারচর পয়েন্ট দিয়ে একটি রোহিঙ্গা বহনকারী নৌকাসহ ১২ পুরুষ, ৫ নারী ও ২ শিশু বাংলাদেশে অনুপ্রবেশের সময় বিজিবির জওয়ানরা তাদের আটক করেন। পরে রাত তিনটার দিকে একই সীমান্ত পয়েন্ট দিয়ে তাদের মিয়ানমারে ফেরত পাঠানো হয়।

রুবেল মজুমদার/পূর্বাশা নিউজ



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি