রবিবার,৫ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ


চট্টগ্রামে ছাত্রদল নেতা নূরুর জানাজায় মানুষের ঢল


পূর্বাশা বিডি ২৪.কম :
০১.০৪.২০১৭

পূর্বাশা ডেস্ক:

ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সহসম্পাদক নুরুল আলম নুরু হত্যার প্রতিবাদে আগামীকাল রোববার বৃহত্তর চট্টগ্রামে আধাবেলা হরতাল ডেকেছে চট্টগ্রাম মহানগর ছাত্রদল। আর এই হরতালে সমর্থন দিয়েছে কেন্দ্রীয় ছাত্রদলসহ চট্টগ্রাম মহানগর বিএনপি ও অঙ্গসংগঠনগুলো। ছাত্রদলের এই কেন্দ্রীয় নেতাকে চট্টগ্রাম শহরের বাসা থেকে তুলে নিয়ে পুলিশ কর্তৃক হত্যার অভিযোগ রয়েছে।

নুরুর ভাগ্নে রাশেদুল ইসলাম বৃহস্পতিবার জানিয়েছেন, বুধবার রাত ১২টায় দু-তিনজন জেলা পুলিশের পোশাক পরা এবং ছয়-সাতজন সাদা পোশাকে এসে নুরুকে হাতকড়া পরিয়ে নিয়ে যায়। যারা ধরে নিয়েছিল, তারা কোনো কথা বলেনি বলে জানান তিনি। রাশেদের দাবি, সাদা পোশাকে থাকা এসআই পদবির এক কর্মকর্তাকে তারা চিনতে পেরেছেন। কেন্দ্রীয় ছাত্রদলের পক্ষ থেকে সুনির্দিষ্টভাবে অভিযোগ করা হয়েছে ছাত্রদলের কেন্দ্রীয় সহসাধারণ সম্পাদক নূরুল আলম নূরুকে রাউজানের নোয়াপাড়া থানার এসআই জাভেদের নেতৃত্বে তুলে নিয়ে রাতে রাউজান থানার কুইপাড়া খেয়াঘাট এলাকায় কর্ণফুলী নদীর পাড়ে মাথায় গুলি করে হত্যা করা হয়।

মর্গে কেন্দ্রীয় নেতাদের ভিড়

এ দিকে গতকাল শুক্রবার সকালে ছাত্রদল নেতা নুরুর লাশ দেখতে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে বহু নেতাকর্মীকে ভিড় করতে দেখা যায়। মর্গে আসেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী ও নজরুল ইসলাম খান, ভাইস চেযারম্যান গিয়াসউদ্দিন কাদের চৌধুরী, আমান উল্লাহ আমান, ছাত্রবিষয়ক সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী অ্যানি, কেন্দ্রীয় নেতা খায়রুল কবির খোকন, স্বাস্থ্যবিষয়ক সম্পাদক ডা: ফাওয়াজ হোসেন শুভ, নগর বিএনপির সভাপতি ডা: শাহাদাত হোসেন, সিনিয়র সহসভাপতি আবু সুফিয়ান, সাধারণ সম্পাদক আবুল হাশেম বক্কর প্রমুখ।

এ সময় আমীর খসরু মাহমুদ চৌধুরী সাংবাদিকদের বলেন, এ নৃশংস হত্যাকা- রাজনৈতিক পরিবেশকে কলুষিত করেছে, যা কারো জন্য মঙ্গল বয়ে আনবে না। বিএনপি হত্যার রাজনীতিতে বিশ্বাসী নয়। নিয়মতান্ত্রিক রাজনীতি দিয়ে বিএনপি হত্যার রাজনীতি মোকাবেলা করবে। জনপ্রিয় ছাত্রদল নেতা হওয়ায় নুরুকে নির্মমভাবে হত্যা করা হয়েছে বলে মন্তব্য করেন তিনি।

ডা: শাহাদাত হোসেন সাংবাদিকদের বলেন, কেন্দ্রীয় ছাত্রদল নেতা নুরুকে তুলে নেয়া হয় চট্টগ্রাম মহানগর পুলিশের (সিএমপি) আওতাধীন একটি ওয়ার্ড থেকে। তাই এ ঘটনার নেপথে কারা জড়িত তা খুঁজে বের করা সিএমপির দায়িত্ব। তিনি বলেন, নুরুর বিরুদ্ধে রাজনৈতিক মামলা ছাড়া অন্য কোনো মামলা নেই।

নামাজে জানাজা সম্পন্ন

গতকাল শুক্রবার জুমার নামাজের পর নগরীর জমিয়াতুল ফালাহ জাতীয় মসজিদ মাঠে নুরুল আলম নুরুর নামাজে জানাজা অনুষ্ঠিত হয়।

বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান ও আমীর খসরু মাহমুদ চৌধুরী, আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমান, বিএনপির ভাইস চেয়ারম্যান মীর মোহাম্মদ নাছির উদ্দিন, গিয়াসউদ্দিন কাদের চৌধুরী, আমান উল্লাহ আমান, ছাত্রবিষয়ক সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি, কেন্দ্রীয় নেতা খায়রুল কবির খোকন, চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মাহবুবুর রহমান শামীম, নগর বিএনপির সভাপতি ডা: শাহাদাত হোসেন, সিনিয়র সহসভাপতি আবু সুফিয়ান, সাধারণ সম্পাদক আবুল হাশেম বক্কর, চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সভাপতি জাফরুল ইসলাম চৌধুরী, বিএনপির কেন্দ্রীয় নেতা এস এম ফজলুল হকসহ বহু নেতাকর্মী জানাজায় শরিক হন।

জানাজার মধ্যেই চট্টগ্রাম নগর বিএনপির সভাপতি শাহাদাত হোসেন রোববারের অর্ধদিবস হরতালে সমর্থনের ঘোষণা দেন। সকাল ৬টা থেকে দুপুর ১২টা পর্যন্ত চট্টগ্রাম মহানগর ও জেলা এবং রাঙ্গামাটি, বান্দরবান, খাগড়াছড়ি ও কক্সবাজার জেলায় এই হরতাল হবে বলেও তিনি জানান।

পূর্বাশানিউজ/০১-এপ্রিল ২০১৭/মাহি



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি