রবিবার,৫ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ


সীতাকুণ্ডে সন্দ্বীপ চ্যানেলের নদীতে বোট উল্টে ৫০ যাত্রী পানির নিচে


পূর্বাশা বিডি ২৪.কম :
০৩.০৪.২০১৭

পূর্বাশা ডেস্ক:

সীতাকুণ্ড কুমিরা ঘাট থেকে ছেড়ে যাওয়া স্টিমার সন্দ্বীপের গোপ্তাছড়া ঘাটের কাছাকাছি যাওয়ার পর স্টিমার থেকে ছোট বোট প্রায় ৫০ জন যাত্রী নিয়ে কূলের দিকে রওয়ানা হয়। কিন্তু কূলে ভেড়ার আগে বোটটি উল্টে যায়। এ দুর্ঘটনায় বোটের সব যাত্রী পানির নিচে তলিয়ে গেছে।

জানা যায়, কুমিরা ঘাট থেকে মাগরিবের পর স্টিমারটি সন্দ্বীপের গোপ্তাছড়া ঘাটের উদ্দেশ্য ছেড়ে যায়। স্টিমারটি সন্দ্বীপ গোপ্তাছড়া ঘাটের কাছাকাছি গিয়ে নোঙ্গর ফেলে।

নোঙ্গর করা স্টিমার থেকে ছোট বোটে ৫০ জন যাত্রী কূলের উদ্দেশ্যে রওয়ানা হয়। কিন্তু কূলে ভেড়ার আগেই বোডটি উল্টে যায়। যাত্রীরা সবাই পানির নিচে তলিয়ে গেছে বলে বিভিন্ন সূত্রে জানা যায়।

এ ব্যাপারে জানার জন্য সন্দ্বীপ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ গোলাম জাকারিয়ার মোবাইলে ফোন করে তাকে না পাওয়ায় বক্তব্য নেয়া সম্ভব হয়নি।

পূর্বাশানিউজ/০৩-এপ্রিল,২০১৭/ফারজানা



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি