শুক্রবার,১৭ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ


শাবি সাংবাদিকদের ওপর হামলা : ঢাবি সাংবাদিক সমিতির নিন্দা


পূর্বাশা বিডি ২৪.কম :
১০.০৪.২০১৭

পূর্বাশা ডেস্ক :ছাত্রী হয়রানির প্রতিবাদ করায় শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) দুই সাংবাদিকের ওপর ছাত্রলীগের হামলার ঘটনার তীব্র নিন্দা প্রতিবাদ জানিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি। পাশপাশি এ ঘটনায় জড়িতদের দ্রুত সময়ের মধ্যে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিতের দাবি জানিয়েছে সাংবাদিক সমিতি।

সোমবার ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সভাপতি ফরহাদ উদ্দীন এবং সাধারণ সম্পাদক ফররুখ মাহমুদ এক বিবৃতিতে এ দাবি জানান।

বিবৃতিতে জানান, ৮ এপ্রিল শনিবার বিকেলে স্থানীয় পাঠানটুলা দ্বিপাক্ষিক উচ্চ বিদ্যালয়ের এসএসসি ফল প্রত্যাশী এক ছাত্রী ক্যাম্পাস ঘুরতে আসলে তার পিছু নিয়ে শহীদ মিনার পর্যন্ত আসে কয়েকজন বখাটে। তাকে বিভিন্ন অশালীন প্রশ্ন করে এবং মুখে সিগারেটের ধোঁয়া ছাড়ে। নিষেধ করলে বখাটেরা ওই ছাত্রীকে চড়-থাপ্পড় দেয়। এ সময় তারা ছাত্রীর সঙ্গে থাকা ফুফাতো ভাইকেও মারধর করে।

সাংবাদিকরা ঘটনার বর্ণনায় জানান, বিশ্ববিদ্যালয়ের কয়েকজন সংবাদকর্মী ঘটনা অনুসন্ধানে গেলে বখাটেরা নিজেদের বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতি সঞ্জীবন চক্রবর্তী পার্থের অনুসারী বলে পরিচয় দেয়। এ বিষয়ে কোনো সংবাদ প্রকাশ হলে সাংবাদিকদের প্রাণনাশেরও হুমকি দেয় তারা। সন্ধ্যার পর বিশ্ববিদ্যালয় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও ডেইলি অবজারভারের সিলেট প্রতিনিধি সরদার আব্বাস আলী এবং সহ-সভাপতি ও দৈনিক সকালের খবরের বিশ্ববিদ্যালয় প্রতিনিধি সৈয়দ নবীউল আলম দিপু ফুডকোর্টে চা খেতে গেলে তাদের ওপর অতর্কিত হামলা চালায় ছাত্রলীগের সভাপতি গ্রুপের নেতা-কর্মীরা।

সাংবাদিকরা সাম্প্রতিক বিভিন্ন ঘটনা উল্লেখ করে বলেন, ছাত্রলীগ কর্তৃক বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে সাংবাদিক নির্যাতনের ঘটনা ভয়াবহ পরিমাণে বেড়েছে। কিছুদিন আগেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজয় একাত্তর হলে এক সাংবাদিকের ওপর পরিকল্পিত হামলা করেছে ছাত্রলীগ নেতা-কর্মীরা। এছাড়া বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগ নেতা-কর্মীদের সাংবাদিক নির্যাতনের ঘটনা একটি নিয়মিত ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। অথচ কেন্দ্রীয় ছাত্রলীগ এসব ঘটনায় কার্যত নীরব ভূমিকা পালন করছে। শিক্ষাঙ্গনে এমন অস্থিতিশীল পরিবেশ সৃষ্টির পাঁয়তারা কখনোই মেনে নেয়া যায় না।

অবিলম্বে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে সাংবাদিক নির্যাতনের ঘটনায় জড়িতদের বিরুদ্ধে বিশ্ববিদ্যালয়ের প্রচলিত আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করতে হবে।

রুবেল মজুমদার



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি