শনিবার,১৮ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ


কবি শোয়াইব জিবরানের জন্মদিনে আনন্দ-আয়োজন


পূর্বাশা বিডি ২৪.কম :
০৯.০৪.২০১৭

পূর্বাশা ডেস্ক:

আজ ৮ এপ্রিল। কবি, শিক্ষক ও গবেষক ড. শোয়াইব জিবরানের জন্মদিন। ৪৬ বসন্ত পেরিয়ে আজ ৪৭ এ পা দিলেন বাংলা ভাষার এই প্রতিভাবান শব্দশিল্পী। আর তাঁর এই জন্মতিথি উপলক্ষে আজ বিকেলে ‘কাঠ চেরাইয়ের শব্দ সন্ধ্যা’ নামে এক কবি আনন্দ-আড্ডার আয়োজন করা হয় রাজধানীর অভিজাত একটি রেস্তোরাঁয়।

আনন্দ, আড্ডা আর তিথি উদযাপনের মধ্যে দিয়ে পালিত হয় কবির জন্মদিন। তাতে কবি ও লেখকরা আবৃত্তি করেন তার কবিতা। পাশাপাশি মূল্যায়নধর্মী আলোচনায় অংশ নেন। কবির প্রথম কাব্যগ্রন্থর নামে (এই বইমেলায় কাব্যগ্রন্থটির নবতর সংস্করণ প্রকাশিত হয়) এই কবি আড্ডায় উপস্থিত ছিলেন মুহম্মদ নুরুল হুদা, হাবীবুল্লাহ সিরাজী, ড. রফিক উল্লাহ খান, ড. মোহাম্মদ আযম, ড. সরকার আমিন, পারভেজ হোসেন, জেনিস মাহমুন, সাইমন জাকারিয়া, অনন্ত সুজন, আফরোজা সোমা, রাহেল রাজীব, স্বকৃত নোমান, মাহমুদ হাশিম,  আবদুল্লাহ আল মোহন, সৈকত হাবিব, তানিম কবির, হামীম কামরুল হক, জেসমিন মল্লিক, কবিপত্নী ড. সুলতানা জেসমিনসহ আরও অনেকে।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিশিষ্ট লেখক আনিসুল হক। তিনি তাঁর করা কবি শোয়াইব জিবরানের একটি পোট্রেট কবিকে উপহার দেন।

‘কাঠ চেরাইয়ের শব্দ’র কবি শোয়াইব জিবরানের প্রতি রইল কালের কণ্ঠ পরিবারের পক্ষ থেকে জন্মদিনের শুভেচ্ছা।

পূর্বাশানিউজ/০৯-এপ্রিল,২০১৭/রুমকী



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি