মঙ্গলবার,২৩শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ


ভারতের কোচবিহারে পালা নাটক নির্দেশনা দিচ্ছে কুমিল্লার সুজন


পূর্বাশা বিডি ২৪.কম :
১৯.১০.২০২২

স্টাফ রিপোর্টার:

কোচবিহারের স্বপ্ন উড়ান নাটকের দলে পালা নাটক নির্দেশনা দিচ্ছেন আতিকুর রহমান সুজন। ময়মনসিংহ গীতিকার চন্দ্রাবতী পালার অবলম্বনে কইন্ন্যা চন্দ্রাবতী পালা নির্দেশনা দিচ্ছেন। আতিকুর রহমান সুজন বলেন দীর্ঘদিন ধরে অনলাইনে এই দলটির সাথে এই পালাটি নিয়ে কাজ করছেন।

এছাড়া তিনি আরও বলেন বলেন ভারতের মাটিতে কাজ করছেন তার একটি আলাদা উত্তেজনা কাজ করছে। বাংলাদেশের পালা নিয়ে দেশের বাইরে কাজ করা একটি সত্যিই গর্বের বিষয়। স্বপ্ন উড়ান ভারতের কোচবিহারের একটি বড় দল। তারা নতুন নতুন কাজ নিয়ে আসে মঞ্চে। এবার তারা মঞ্চে নিয়ে আসছে কইন্ন্যা চন্দ্রাবতী পালাটি। এটি তাদের ৯ম প্রযোজনা। আতিকুর রহমান সুজন জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের থিয়েটার এন্ড পারফরম্যান্স স্টাডিজ বিভাগ থেকে বি.এ ও এম. এ ডিগ্রি সম্পন্ন করেন।

২০১৭ সালে ভারত সরকারের দেয়া আইসিসিআর স্কলারশিপ পেয়ে তিনি পাড়ি জমান ভারতের কলকাতায় অবস্থিত রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ে। সেখানে নাটক বিভাগে অভিনয় নিয়ে দ্বিতীয় মাস্টার্স সম্পন্ন করেন। পড়াশোনার পাশাপাশি তিনি জড়িত হয়ে যান বিভিন্ন থিয়েটার দলের সাথে।

বাংলাদেশের ময়মনসিংহে অন্বেষা থিয়েটার, অনসাম্বল থিয়েটার, ঢাকার বঙ্গলোক থিয়েটার; কুমিল্লার ভিক্টোরিয়া কলেজ থিয়েটার ও কুমিল্লা সরকারী কলেজ থিয়েটার, প্রসূন থিয়েটার সিরাজগঞ্জ সহ কলকাতায় অনেকগুলো থিয়েটারে কাজ করেন তিনি। এখানে অভিনয়ের পাশাপাশি যুক্ত হন নির্দেশনায়। ২০১৯ সালে রেপার্টরী গার্ডেন থিয়েটার কুমিল্লা নামে প্রতিষ্ঠা করেন একটি নাটকের দল। এখন পর্যন্ত তিনি ১৭ টি মঞ্চনাটকের নির্দেশনার পাশাপাশি অভিনয় করেছেন অর্ধশতাধিক নাটকে।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি