শুক্রবার,২৬শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ


গালি দিলেও স্ত্রীকে প্রহারের অধিকার নেই


পূর্বাশা বিডি ২৪.কম :
১০.০৪.২০১৭

পূর্বাশা ডেস্ক:
আমাদের সমাজে নারী নির্যাতনের বিষয়টি ভয়াবহ। কারণে অকারণে স্বামী কর্তৃক স্ত্রীরা নির্যাতিত হয়ে থাকেন। স্ত্রীকে মারধর করেন। ইসলামে এসব কাজকে খুবই নিন্দা করা হয়েছে। কোন অবস্থাতেই স্ত্রীর গায়ে হাত তুলার অধিকার স্বামীর নেই। স্ত্রী সঠিক পথে ফিরে না এলে রাসুল সা. সর্বোচ্চ মেসওয়াকের মাধ্যমে স্ত্রীকে হালকা প্রহার করার জন্য বলেছেন। আর না হয় শয্যা ত্যাগের মাধ্যমে শাস্তি দেওয়ার জন্য বলেছেন। তবে স্ত্রীর মুখম-লে আঘাত করা, শারীরিক বেধম প্রহার করার অধিকার স্বামীর নেই।

অনেক স্ত্রীও স্বামীকে গালি গালাজ করে থাকেন। একাজও সম্পূর্ণ হারাম। এসবের কারণেই দাম্পত্য জীবনে বিশৃঙ্খলা তৈরি হয়। রাসূল (সা.) বলেছেন, ‘মুসলিমকে গালি দেওয়া ফাসেকি এবং তার সাথে যুদ্ধ করা কুফরি (বুখারী হা/৪৮; মুসলিম হা/৬৪; মিশকাত হা/৪৮১৪)।

লাক্বীত্ব বিন ছাবেরাহ (রা.) বলেন, ‘একদিন আমি রাসুল (সা.) কে বললাম, আমার একজন স্ত্রী রয়েছে যে নোংরা কথা বলে ও গালি-গালাজ করে। তিনি বললেন, তালাক দিয়ে দাও। আমি বললাম, তার ঘরে আমার একটি সন্তান রয়েছে এবং সে আমার পুরানো সঙ্গিনী। তিনি বললেন, তাকে উপদেশ দাও। যদি তার মধ্যে কোন কল্যাণ থাকে, তাহ’লে সে তা গ্রহণ করবে। তবে তুমি তোমার শয্যাসঙ্গিনীকে বাঁদীর ন্যায় মারবে না’ (আবুদাঊদ হা/১৪২; মিশকাত হা/৩২৬০)।

এ হাদীস দ্বারা স্পষ্ট প্রমাণিত হয় স্ত্রীকে বশে আনতে না পারলেও কোন ক্রমেই প্রহার করা যাবে না। তাঁকে সুন্দর সুন্দর উপদেশ দিয়ে বুঝাতে হবে । যদি এতে কাজ না হয় তখন বিবাহবিচ্ছেদের পরামর্শ দেওয়া হয়েছে। তবুও যেন স্ত্রীকে মারধর করা না হয়। এমনটাই কল্যাণময় ইসলামের শিক্ষা।

পূর্বাশানিউজ/১০-এপ্রিল,২০১৭/মাহি



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি