মঙ্গলবার,৭ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ


তিন তালাক দেওয়ার পরও ফের ঘরসংসার করলে কী হবে?


পূর্বাশা বিডি ২৪.কম :
০৯.০৪.২০১৭

পূর্বাশা ডেস্ক:

একজন জানতে চেয়েছেন, আমি বিয়ে করেছি ছয় বছর আগে। বিয়ের তিন বছর পর কোন কারনে ঝগড়ার মধ্যে উত্তেজিত হয়ে আমি আমার স্ত্রীকে তিন তালাক দিয়ে ফেলি। অতঃপর আমার মুরুব্বীরা আমাকে বুঝিয়ে শুনিয়ে মাথা ঠা-া করে একজন আলেমকে জিজ্ঞাসা করার পর উনি বললেন, তালাক হয়নি। এরপর আমরা সংসার করতে থাকি। এখন আমাদের দুইটি সন্তান আছে। একটার বয়স আড়াই বছর। আরেকটার বয়স দুই মাস। আমি সম্পূর্ণ ইসলামি শরিয়তে বিশ্বাসী। এখন আমি কি করবো দয়া করে বিস্তারিত জানাবেন।

উত্তর

স্ত্রীর সাথে রাগারাগী হলে তালাকই দিতে হবে এটা কে শিখাল?

আর তালাক দিতে চাইলে তিন তালাকই দিতে হবে কেন?

এক বা দুই তালাকে প্রয়োজন পূর্ণ হয় না? কেন তালাক দিতে যান?

যা করার তাতো করেই ফেলেছেন। কাউকে হত্যা করে আফসোস করে তো লাভ নেই। তেমনি তিন তালাক দিয়ে ফেলে আফসোস করে কোন ফায়দা নেই।

আপনাদের উপর আবশ্যক হল এখনি স্বামী স্ত্রী আলাদা হয়ে যাওয়া। যেহেতু তিন তালাকের মাধ্যমে আপনাদের সম্পর্ক শেষ হয়ে গেছে। সুতরাং এখন একসাথে থাকা জিনার গোনাহ হচ্ছে।

এখন নিয়ম মাফিক আপনার স্ত্রীর যদি অন্যত্র বিয়ে হয়, তারপর কোন  কারণে দ্বিতীয় স্বামী তালাক দিয়ে দেয়, তারপর ইদ্দত শেষে উক্ত মহিলাকে আপনি দ্বিতীয়বার বিয়ে করতে পারবেন। এছাড়া দ্বিতীয় কোন পথ নেই।

তিন তালাক দেবার পরও তালাক হয়নি যে আলেম নামের ব্যক্তি বলেছেন তিনি আলেম কি না তা যথেষ্ট সন্দেহ আছে। এসব ইলমহীন ব্যক্তিদের কাছে শরয়ী মাসআলা জিজ্ঞাসা করা যেমন উচিত নয় তেমনি ইলম ছাড়াই মাসআলা বলে দেয়াও শাস্তিযোগ্য অপরাধ।

তাই ভবিষ্যতে এমন ব্যক্তিদের কাছে মাসআলা জিজ্ঞাসার ক্ষেত্রে সতর্ক থাকুন।

فَإِن طَلَّقَهَا فَلَا تَحِلُّ لَهُ مِن بَعْدُ حَتَّىٰ تَنكِحَ زَوْجًا غَيْرَهُ ۗ فَإِن طَلَّقَهَا فَلَا جُنَاحَ عَلَيْهِمَا أَن يَتَرَاجَعَا إِن ظَنَّا أَن يُقِيمَا حُدُودَ اللَّهِ ۗ وَتِلْكَ حُدُودُ اللَّهِ يُبَيِّنُهَا لِقَوْمٍ يَعْلَمُونَ

তারপর যদি সে স্ত্রীকে (তৃতীয়বার) তালাক দেয়া হয়, তবে সে স্ত্রী যে পর্যন্ত তাকে ছাড়া অপর কোন স্বামীর সাথে বিয়ে করে না নেবে, তার জন্য হালাল নয়। অতঃপর যদি দ্বিতীয় স্বামী তালাক দিয়ে দেয়, তাহলে তাদের উভয়ের জন্যই পরস্পরকে পুনরায় বিয়ে করাতে কোন পাপ নেই। যদি আল্লাহর হুকুম বজায় রাখার ইচ্ছা থাকে। আর এই হলো আল্লাহ কর্তৃক নির্ধারিত সীমা;যারা উপলব্ধি করে তাদের জন্য এসব বর্ণনা করা হয়। [সূরা বাকারা-২৩০]

وقال الليث عن نافع كان ابن عمر إذا سئل عمن طلق ثلاثا قال لو طلقت مرة أو مرتين فأن النبي صلى الله عليه و سلم أمرني بهذا فإن طلقتها ثلاثا حرمت حتى تنكح زوجا غيرك

হযরত নাফে রহ. বলেন, যখন হযরত ইবনে উমর রা. এর কাছে ‘এক সাথে তিন তালাক দিলে ‎তিন তালাক পতিত হওয়া না হওয়া’ (রুজু‘করা যাবে কিনা) বিষয়ে জিজ্ঞাসা করা হলো, ‎তখন তিনি বলেন “যদি তুমি এক বা দুই তালাক দিয়ে থাকো তাহলে ‘রুজু’ [তথা স্ত্রীকে বিবাহ করা ছাড়াই ফিরিয়ে আনা] করতে পার। ‎কারণ,রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে এরকম অবস্থায় ‘রুজু’ করার আদেশ দিয়েছিলেন। ‎যদি তিন তালাক দিয়ে দাও তাহলে স্ত্রী হারাম হয়ে যাবে, সে তোমাকে ছাড়া অন্য স্বামী গ্রহণ করা পর্যন্ত। {সহীহ বুখারী-২/৭৯২, ২/৮০৩}

عن مجاهد قال كنت عند ابن عباس فجاء رجل فقال إنه طلق امرأته ثلاثا. قال فسكت حتى ظننت أنه رادها إليه ثم قال ينطلق أحدكم فيركب الحموقة ثم يقول يا ابن عباس يا ابن عباس وإن الله قال (وَمَنْ يَتَّقِ اللَّهَ يَجْعَلْ لَهُ مَخْرَجًا) وإنك لم تتق الله فلم أجد لك مخرجا عصيت ربك وبانت منك امرأتك

অর্থ: হযরত মুজাহিদ রহ. বলেন, আমি ইবনে আব্বাস রা. এর পাশে ছিলাম। সে সময় এক ব্যক্তি ‎এসে বলেন, ‘সে তার স্ত্রীকে তিন তালাক দিয়েছে। হযরত ইবনে আব্বাস রা. চুপ করে রইলেন। আমি ‎মনে মনে ভাবছিলাম, হয়ত তিনি তার স্ত্রীকে ফিরিয়ে আনার কথা বলবেন (রুজু করার হুকুম দিবেন)। কিছুক্ষণ ‎পর ইবনে আব্বাস রা. বলেন, তোমাদের অনেকে নির্বোধের মত কাজ কর; [তিন তালাক দিয়ে দাও!] তারপর ‘ইবনে ‎আব্বাস! ইবনে আব্বাস! বলে চিৎকার করতে থাক। শুনে রাখ আল্লাহ তা‘য়ালা বাণী, “যে ‎ব্যক্তি আল্লাহ তা‘য়ালাকে ভয় করে আল্লাহ তা‘য়ালা তার জন্য পথকে খুলে দেন। তুমি  তো স্বীয় রবের নাফরমানি করেছো [তিন তালাক দিয়ে]। এ কারণে তোমার স্ত্রী তোমার থেকে পৃথক হয়ে গেছে। {সুনানে আবু দাউদ-১/২৯৯, হাদীস নং-২১৯৯, সুনানে বায়হাকী কুবরা, হাদীস নং-১৪৭২০, সুনানে দারা কুতনী, হাদীস নং-১৪৩}

পূর্বাশানিউজ/০৯-এপ্রিল,২০১৭/রুমকী



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি