রবিবার,৫ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ


চট্টগ্রাম বন্দর ছেড়ে আমদানিকারকরা মোংলায় ঝুঁকছে


পূর্বাশা বিডি ২৪.কম :
১০.০৪.২০১৭

পূর্বাশা ডেস্ক:
চট্টগ্রাম বন্দরে পণ্য খালেসের যথেষ্ট সুযোগ-সুবিধা থাকলেও রিকন্ডিশন গাড়ি আমদানিতে ব্যবসায়ীরা মোংলা বন্দরের দিকে ঝুঁকছেন। অন্যদিকে মোংলা বন্দরের তুলনায় প্রায় তিনগুন মাশুল ধার্য করে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষও চাইছে গাড়ি আমদানিকারকদের নিরুৎসাহিত করতে।

চট্টগ্রাম বন্দর কর্মকর্তারা বলছে, তারা কন্টেইনার হ্যান্ডলিং পরিস্থিতি সামাল দিতেই হিমশিম অবস্থা। গাড়ির ঝামেলা মোংলা বন্দরে গেলেই ভাল।

তুলনামূলক কম দাম আর নিত্য নতুন প্রযুক্তি সংযোজনের কারণে নতুন গাড়ির চাইতে দিনে দিনে জাপানি রিকন্ডিশন গাড়ির চাহিদা বাড়ছে। সহজ শর্তে ব্যাংকঋণ ও কমদামে সিএনজি গ্যাস ব্যবহারের সুযোগ থাকায় ধারদেনা করেও মধ্যবিত্তের আকাঙ্খা একটি রিকন্ডিশন গাড়ির মালিক হওয়া।

কিন্তু চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ জেটিতে গাড়ি রাখার মাশুল প্রতি দিনের জন্য টনপ্রতি ৯৮ টাকা ধার্য করার পর থেকে গাড়ি ব্যবসায়ীরা ছুটছেন মোংলার দিকে। কারণ, মোংলায় ওই ধরনের মাশুল দিনে চট্টগ্রাম বন্দরের প্রায় এক তৃতীয়াংশ।

মোংলা ২০০৮-২০০৯ সালে ২৫৫, ২০০৯-২০১০ সালে ৩১১৯, ২০১০-২০১১ সালে ৯৯২৫ , ২০১১-২০১২ সালে ৮৯৮৮, ২০১২-২০১৩ সালে ৪১২৪, ২০১৩-২০১৪ সালে ৮১৭৮, ২০১৪-২০১৫ সালে ৯৮৮১, ২০১৫-২০১৬ সালে ১৫৫৫২ গাড়ি আমদানি হয়।

অন্যদিকে চট্টগ্রামে ৩৫০৮১, ২০০৯-২০১০ সালে ২৯০১৩, ২০১০-২০১১ সালে ১৪৪৪৭, ২০১১-২০১২ সালে ৩১৭৮, ২০১২-২০১৩ সালে ৩৮৪১, ২০১৩-২০১৪ সালে ৮৮১৫, ২০১৪-২০১৫ সালে ১৩৬০৯, ২০১৫-২০১৬ সালে ১৭৯১৯ গাড়ি আমদানি হয়।

চট্টগ্রাম ও মংলা বন্দর কর্তৃপক্ষ থেকে এই তথ্য গুলো জানা যায়।

পরিসংখ্যান বলছে, ২০০৮-২০০৯ অথর্বছরে মোংলা বন্দর দিয়ে মাত্র ২৫৫টি গাড়ি খালাস হলেও চট্টগ্রাম বন্দর দিয়ে খালাস হয়েছিল ৩৫ হাজার ৮১টি গাড়ি। অথচ মাত্র সাত বছরের ব্যবধানে ২০১৫-১৬ অর্থবছরে মোংলা বন্দরে গাড়ি খালাসের পরিমাণ বেড়ে দাঁড়ায় ১৮ হাজারে। আর চট্টগ্রাম বন্দর দিয়ে গাড়ির খালাস কমে দাঁড়ায় সাড়ে ১৫ হাজারে। মোংলা দিয়ে গাড়ি আমদানি অস্বাভাবিক হারে বেড়ে যাওয়ার কারণও জানান ব্যবসায়ীরা।

আবার শুল্কহারের পরিবর্তনসহ নানা কারণে আমদানি করা গাড়ি বন্দর থেকে খালাসের খরচ বেড়ে যায় বলে অভিযোগ ব্যবসায়ীদের। এজন্য বিরক্ত হচ্ছে ক্রেতারাও জানান তারা।

দেশে রিকন্ডিশন গাড়ির পাশাপাশি উচ্চবিত্তের চাহিদা মেটাতে আসছে কিছু নতুন গাড়িও। তবে উচ্চ শুল্কের কারণে নতুন গাড়ির আমদানি কমছে ক্রমশ।

পূর্বাশানিউজ/১০-এপ্রিল,২০১৭/মাহি



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি