রবিবার,৫ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ


জুয়ার আসরে ম্যাজিস্ট্রেটের হানা


পূর্বাশা বিডি ২৪.কম :
১০.০৪.২০১৭


পূর্বাশা ডেস্ক:

সীতাকুণ্ডে জুয়ার আসর থেকে ১০ জনকে আটক করেছে ভ্রাম্যমাণ আদালত। পরে তাদের মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়।

সোমবার (১০ এপ্রিল) বেলা একটা থেকে দুপুর আড়াইটা পর্যন্ত সীতাকুণ্ড পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের উত্তর বাজার পুরাতন ডিটি রোডের মো. নাছির উদ্দিনের জুয়ার আখড়ায় এ অভিযান চালানো হয়।

অভিযানে নেতৃত্ব দেন সীতাকুণ্ডের সহকারী কমিশনার (ভূমি) মো. রুহুল আমিন।

তিনি বাংলানিউজকে জানান, স্থানীয়দের অভিযোগের প্রেক্ষিতে নাছির উদ্দিনের জুয়ার আখড়ায় অভিযান চালানো হয়েছে। অভিযানে জুয়ার আসর থেকে ১০ থেকে ১২ জন জুয়াড়ি ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকারী টিমকে দেখে জিনিসপত্র ফেলে পালিয়ে যায়। পরবর্তীতে স্থানীয়দের সহায়তায় জুয়ার আখড়া সম্পূর্ণ গুড়িয়ে দেওয়া হয় এবং এসময় ১০ জুয়াড়িকে মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়।

দীর্ঘদিন ধরে এখানে প্রতিদিন সকাল থেকে গভীর রাত অবধি জুয়ার আসর বসতো বলে অভিযোগ ছিল।

10 Apr, 2017/ চৈতি।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি