বৃহস্পতিবার,২রা মে, ২০২৪ খ্রিস্টাব্দ


অভিবাসন সাংবাদিকতায় ১০ সাংবাদিককে ব্র্যাকের পুরস্কার


পূর্বাশা বিডি ২৪.কম :
১৩.০৪.২০১৭

পূর্বাশা ডেস্ক:

অভিবাসন বিষয়ে বস্তুনিষ্ঠ সাংবাদিকতায় স্বীকৃতির অংশ হিসেবে ব্র্যাকের পক্ষ থেকে চলতি বছরের পুরস্কার বিজয়ীদের নাম ঘোষণা করা হয়েছে। বুধবার রাজধানীর ব্র্যাক সেন্টারে ৫টি ক্যাটাগরিতে মোট ১০ জন সাংবাদিককে ‘অভিবাসন মিডিয়া অ্যাওয়ার্ড-২০১৬’ দেওয়া হয়।

অভিবাসীদের অধিকার সুরক্ষায় ইলেক্ট্রনিক মিডিয়ার মাধ্যমে ‘অভিবাসন বিষয়ক সেরা টেলিভিশন অনুষ্ঠান’ নির্মাতা হিসেবে ‘ডিবেট ফর ডেমোক্র্যাসি’র চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ-কে ২০১৬ বর্ষের শ্রেষ্ঠ মিডিয়া অ্যাওয়ার্ড প্রদান করা হয়।

প্রিন্ট মিডিয়া ক্যাটাগরিতে বিজয়ীরা হলেন দ্য ডেইলি স্টারের বেলাল হোসেন বিপ্লব (১ম), ঢাকা ট্রিবিউনের আদিল সাখাওয়াত (২য়) এবং  সমকালের আবু যর আনছার উদ্দীন আহাম্মেদ (৩য়)। টেলিভিশন রিপোর্টিংয়ে মাছরাঙার মাশরেক রাহাত (১ম), এটিএন নিউজের সাবিনা ইয়াসমিন (২য়) এবং  বাংলাভিশনের মিরাজ হোসেন গাজী (৩য়)। এছাড়া রেডিও ক্যাটাগরিতে বাংলাদেশ বেতারের মো. মোস্তাফিজুর রহমান, অনলাইন ক্যাটাগরিতে প্রথম আলোর শরিফুল ইসলাম হাসান এবং আঞ্চলিক সাংবাদিকতায় ইত্তেফাকের ত্রিশাল উপজেলা প্রতিনিধি ফারুখ আহমদ।

বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব জাবেদ আহমেদ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ব্র্যাকের নির্বাহী পরিচালক ডা. মোহাম্মাদ মুসা। অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন কলামিস্ট সৈয়দ আবুল মকসুদ, ব্র্যাকের সিনিয়র পরিচালক আসিফ সালেহ, ব্র্যাক মাইগ্রেশন বিভাগের প্রধান হাসান ইমাম প্রমূখ।

পূর্বাশানিউজ/১৩-এপ্রিল,২০১৭/ফারজানা



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি