শনিবার,৪ঠা মে, ২০২৪ খ্রিস্টাব্দ


লাল–সাদা পাঞ্জাবি আর বর্ণিল টি–শার্ট


পূর্বাশা বিডি ২৪.কম :
১১.০৪.২০১৭

পূর্বাশা ডেস্ক:

কয়েক বছর ধরেই বৈশাখ উপলক্ষে নানা রং চলেছে ছেলেদের পাঞ্জাবিতে। এবার তা কম। তবে এবার লাল-সাদা ফিরে এসেছে। এর বাইরে অন্য রং দিয়ে বৈশাখের পাঞ্জাবি বানিয়েছে কয়েকটি ফ্যাশন হাউস। আর টি-শার্টে আছে নানা রঙের খেলা।
সুতির পাঞ্জাবিতে করা হয়েছে ছাপা নকশার কাজ।
ছেলেদের পাঞ্জাবিতে লাল-সাদার ফিরে আসা নিয়ে ফ্যাশন হাউস ওটুর স্বত্বাধিকারী ও ডিজাইনার জাফর ইকবাল বলেন, বৈশাখ মানে তো লাল আর সাদা রং। নিরীক্ষাধর্মী রংগুলো অবশ্য তরুণেরা বেশি পছন্দ করেন। তাই কয়েক বছর ধরে বৈশাখের পোশাকে অনেক ধরনের রং দেখা গেছে। এ বছর আবার লাল আর সাদা রঙেই আস্থা রেখেছেন ডিজাইনাররা। এখানে ক্রেতাদের চাহিদার বিষয়টিও বৈশাখ ভাবনায় কাজ করেছে।
অনেক পাঞ্জাবিতেই এবার সাদার মধ্যে একই রঙে (সেলফ কালার) নানা ধরনের মোটিফ তুলে ধরা হয়েছে। এই যেমন এক রঙা সাদা সুতির পাঞ্জাবিতে আলপনা, ফুল ও পাতার নকশা করেছে অনেক ফ্যাশন হাউস। ক্যাটস আইয়ের পরিচালক সাদিক কুদ্দুস জানালেন, এমনও আছে পুরো পাঞ্জাবি সাদা রেখে শুধু বুকের বাটন প্লেটে ত্রিকোণ আকৃতির রঙিন কাগজের মতো সুতার নকশা করা হয়েছে। হাতে আঁকা পাখা, কলকি বা আলপনার ছাপ দেওয়া হয়েছে।
টি–শার্টে লোকজ নকশা।
অনেক তরুণই বৈশাখে এক বেলা টি-শার্ট পরতে ভালোবাসেন। তাঁদের জন্য বাজারে আছে কয়েক শ বৈশাখী নকশার টি-শার্ট। সেসবে নানা রঙের ছড়াছড়িতে ধরা পড়েছে উৎসবের বর্ণিল আবহ। টি-শার্টের রং যা-ই হোক, সেখানে নকশা হিসেবে বেছে নেওয়া হয়েছে গ্রামীণ ও লোকজ মোটিফ। খনার বচন, টেপা পুতুল, গরুর গাড়ি, টমটম, ঘুড়ি, গ্রামীণ দৃশ্য, পাখি ইত্যাদি ব্যবহৃত হয়েছে স্ক্রিন প্রিন্ট বা ভিন্ন কাপড়ের সমন্বয়ে। সাধারণ টি-শার্টে কোথাওবা জুড়ে দেওয়া হয়েছে রঙিন গামছার টুকরা।

খনার বচন টি-শার্টে।
অনেক পাঞ্জাবিতেও গামছার ব্যবহার চোখে পড়ল। আছে সন্দেশের ছাঁচের নকশা, বাংলা চলচ্চিত্রের ক্যালিগ্রাফি ও চলচ্চিত্রের পোস্টারের ছাপা।

পাঞ্জাবিতে থাকবে হাঁটু পর্যন্ত ঝুলের চল। পোশাক: লুবনানপাঞ্জাবিতে থাকবে হাঁটু পর্যন্ত ঝুলের চল।
লুবনানের জ্যেষ্ঠ ডিজাইনার জাহাঙ্গীর আলম বলেন, ‘পাঞ্জাবির কাপড় হিসেবে সাধারণত সুতিকে প্রাধান্য দেওয়া হয়েছে। কারণ বৈশাখে মূলত গরম থাকে। তবে সুতিতেও আছে নানা ধরনের মিশ্রণ। যেমন অ্যান্ডি কটন, নরসিংদীর তাঁতের কাপড়, লিনেন ও পিওর সুতি।
এক রঙের পাঞ্জাবিতে নকশা থাকছে অল্প। পোশাক: ক্যাটস আইএক রঙের পাঞ্জাবিতে নকশা থাকছে অল্প। পোশাক: ক্যাটস আই
পাঞ্জাবির বাটন প্লেট, কলার ও হাতার মহুরীতে আছে নানা ধরনের পাইপিন, এমব্রয়ডারি ও হাতে আঁকা নকশা। কাট হিসেবে এবার বেশি চলছে স্লিম ফিট ও রেগুলার ফিট।
পাঞ্জাবির দাম এবার তুলনামুলক কিছুটা কম রাখা হয়েছে বলে জানালেন বিক্রেতারা। ১০০০ টাকা থেকে ২ হাজার ৮০০ টাকার মধ্যে ভালো নকশার পাঞ্জাবিই পেয়ে যাবেন। আবার আছে ৩ হাজার থেকে ৫ হাজার টাকার পাঞ্জাবিও। টি-শার্টের ভিন্নতা বেশি পাবেন শাহবাগের আজিজ সুপার মার্কেটে। এ ছাড়া বিভিন্ন ফ্যাশন হাউসে থাকছে বিশেষ নকশার টি-শার্ট।

পূর্বাশানিউজ/১১-এপ্রিল,২০১৭/মাহি



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি