শনিবার,৪ঠা মে, ২০২৪ খ্রিস্টাব্দ


৬টি টোনার ব্যবহার করা যাবে সব ধরণের ত্বকে


পূর্বাশা বিডি ২৪.কম :
১১.০৪.২০১৭

পূর্বাশা ডেস্ক:

কাগজ অনলাইন ডেস্ক: স্কিন টোনার ব্যবহার সম্পর্কে অনেক নারীরাই অজ্ঞ। বাজারে যে টোনারগুলো কিনতে পাওয়া যায় তা অনেকে ব্যবহার করলেও সেগুলো সবধরনের ত্বকের সাথে মানিয়ে যায় না। ত্বকের ধরণ অনুযায়ী টোনারের ভিন্নতা রয়েছে। তাই বাজারের টোনার ব্যবহারের পরিবর্তে ঘরে নিজেই তৈরি করে নিতে পারেন ত্বকের উপযোগী টোনার। এই টোনারগুলো সবধরনের ত্বকের সাথে মানিয়ে যাবে। যে কোনো রকম ত্বকের অধিকারীরা নিশ্চিন্তে ব্যবহার করতে পারেন এই টোনারগুলো।

১। তৈলাক্ত এবং ব্রণ প্রবণ ত্বকের জন্য টোনার

১/৪ কাপ অ্যাপেল সাইডার ভিনেগার এবং ৩/৪ কাপ গ্রিন টি।

অ্যাপেল সাইডার ভিনেগার এবং গ্রিন টি একসাথে মিশিয়ে নিন। এই মিশ্রণটি একটি তুলোর বলে লাগিয়ে ত্বকে ম্যাসাজ করুন। ২০ মিনিট পর শুকিয়ে গেলে পানি দিয়ে ধুয়ে ফেলুন। গ্রিন টিয়ের অ্যান্টি ইনফ্লামেটরি উপাদান ত্বকের ব্রণ হওয়া হ্রাস করে। আর অ্যাপলে সাইডার ভিনেগার ত্বকের পিএইচ লেভেল ঠিক রাখে।

২। নরম ত্বকের জন্য

৪ চা চামচ কাঁচা দুধ এবং গোলাপ জল একসাথে মিশিয়ে টোনার হিসেবে ব্যবহার করতে পারেন। এটি ত্বকে ব্যবহার করুন। ২০ মিনিট পর শুকিয়ে গেলে ঠান্ডা পানি দিয়ে মুখ ধুয়ে ফেলুন। এটি দিনে দুইবার ব্যবহার করুন।

৩। রোদেপোড়া ত্বকে জন্য

১ কাপ পুদিনা পাতা এবং ১.৫ কাপ পানি। পানি ফুটে এলে এতে পুদিনা পাতাগুলো দিয়ে দিন। জ্বাল হয়ে এলে নামিয়ে ফেলুন। চুলা থেকে নামিয়ে ৩০-৪০ মিনিট অপেক্ষা করুন। একটি তুলোর বলে এটি লাগিয়ে ত্বকে ব্যবহার করুন। এটি প্রতিদিন ব্যবহার করতে পারেন।

৪। ব্ল্যাক হেডস প্রবণ ত্বকের জন্য

১ কাপ ওটমিল,১ চা চামচ মধু এবং ৪টি মাঝারি আকৃতির টমেটোর রস একসাথে মিশিয়ে প্যাক তৈরি করে নিন। এই প্যাকটি স্ক্রার হিসেবে ত্বকে ব্যবহার করুন। ১০ মিনিট পর পানি দিয়ে ত্বক ধুয়ে ফেলুন। ভালো ফলের জন্য এটি প্রতিদিন ত্বকে ব্যবহার করুন।

৫। বয়স্ক ত্বকের জন্য

৩ চা চামচ ফ্রেশ ক্রিম, ১/৪ কাপ অ্যাভোকাডো পেস্ট এবং ১ চা চামচ মধু মিশিয়ে টোনার তৈরি করে নিন। নিয়মিত ব্যবহারে এটি ত্বক নরম কোমল করে ত্বকে তারুণ্য উজ্জ্বলতা ধরে রাখে। এটি ত্বকে কমপক্ষে ৩০ মিনিট অপেক্ষা করবেন। শুকিয়ে গেলে কুসুম গরম পানি দিয়ে মুখ ধুয়ে ফেলুন।

৬। সংবেদনশীল ত্বকের জন্য

সেনসিটিভ বা সংবেদনশীল ত্বকের জন্য গোলাপ জল বেশ ভালো টোনার হিসেবে কাজ করে। চুলায় পানি গরম করতে দিন। এতে আধা কাপ শুকনো গোলাপের পাপড়ি দিয়ে দিন। এবার এটি জ্বাল হতে দিন। ঠান্ডা হওয়ার পর এটি ত্বকে ব্যবহার করুন। এটি দিনে দুইবার ব্যবহার করুন।

পূর্বাশানিউজ/১১-এপ্রিল,২০১৭/রুমকী



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি