শুক্রবার,১০ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ


শুধু আমার একার ক্ষুধা না, অনেকের পেটে ক্ষুধা…


পূর্বাশা বিডি ২৪.কম :
১১.০৪.২০১৭

পূর্বাশা ডেস্ক:

‘ক্ষুধা তো শুধু আমার একার না, আমার মতো আরও অনেকেরই পেটে ক্ষুধা আছে। এ কারণে যে যতো ভোরে এসে গাছের নিচ থেকে ঝরা ফুল কুড়াতে পারে, তার পেটে চাইরটা ভাত আগে জুটে।’

মঙ্গলবার ভোরে রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী উদ্যানে একটি বকুল গাছের নিচে ফুল কুড়ানোর সময় কথাগুলো বলছিলেন নাহার নামে এক তরুণী।

নাহারের পাশে ফুল কুড়াচ্ছিলেন জাকির হোসেন নামে এক তরুণ। তাদের দুজনের সামনেই ছোট্ট পলিথিনের ব্যাগ। গাছতলার চারপাশ থেকে দু আঙুল দিয়ে চিমটার মতো ধরে ঝরে পড়া বকুল কুড়িয়ে ওই পলিথিনে রাখছিলেন।

এ প্রতিবেদকের সঙ্গে আলাপকালে নাহার জানান, বকুলতলা থেকে ঝরা ফুল কুড়াতে ভোর ৫টায় উদ্যানে এসেছেন। নিজের সামনে রাখা পলিথিনটা দেখিয়ে জানান, ভোর থেকে তিনটি গাছতলা থেকে কুড়িয়ে এ ফুলগুলো সংগ্রহ করতে পেরেছেন। তার মতো আরও অনেকেই এখানে নিয়মিত ফুল কুড়াতে আসেন বলে জানান তিনি।

নাহারের ফুল কুড়ানোর সঙ্গী জাকির হোসেন জানান, অন্যান্য ফুলের তুলনায় ক্রেতাদের কাছে বকুল ফুলের চাহিদা অনেক বেশি। কষ্ট করে কুড়ালেও মালা গেঁথে ভাল দামে বিক্রি করা যায়। বকুল ফুলের মালার বেশি দাম দিতে ক্রেতারা কুণ্ঠাবোধ করেন না।

নাহার আরও জানান, সামনে নববর্ষ। এ সময়টা গোলাপ ও বেলীসহ বিভিন্ন ফুলের খুব চাহিদা। তাই ফুলের দামও বেড়েছে। ফলে স্বল্প পুঁজি দিয়ে বেশি দামে ফুল কিনে বিক্রি না হলে আর্থিক ক্ষতির আশঙ্কা থাকে।

তাই বকুলতলা থেকে কুড়ানো ফুল পেটে ভাত জোটানোর ভরসা বলে মন্তব্য করেন তিনি।

পূর্বাশানিউজ/১১-এপ্রিল,২০১৭/মাহি



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি