বুধবার,৮ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ


ফেসবুকে লাইভে হত্যাকান্ড!


পূর্বাশা বিডি ২৪.কম :
১৭.০৪.২০১৭

পূর্বাশা ডেস্ক:

যুক্তরাষ্ট্রে ৭৪ বছর বয়সী বৃদ্ধকে ফেসবুক লাইভে এসে হত্যা করেছে এক ব্যক্তি। ক্লিভল্যান্ডের পুলিশ ওই ব্যক্তিকে গ্রেপ্তারের জন্য অভিযান চালাচ্ছে। নিহত ব্যক্তিটির নাম রবার্ট গুডউইন।

স্টিভ স্টিফেন্স নামের ওই অভিযুক্ত ব্যক্তি পরে ফেসবুকে পৃথক আরেকটি ভিডিও পোস্ট করেছে। তিনি এখন পর্যন্ত ১৩ জনকে হত্যা করেছেন বলে জানায়। এমনকি তিনি আরও মানুষকে হত্যা করতে ইচ্ছুক।

ক্লিভল্যান্ডের পুলিশ প্রধান ক্যালভিন উইলিয়ামস বলেছেন, তারা একটি হত্যাকান্ডের ব্যাপারে নিশ্চিত। বাদবাকি হত্যাকান্ডের শিকারদের সম্পর্কে তার জানা নেই।

ক্লিভল্যান্ডের পুলিশ তাদের ওয়েবসাইটে অভিযুক্ত স্টিফেন্সের একটি ছবি প্রকাশ করে বলেছে, তিনি ৬ ফুট ১ ইঞ্চি দীর্ঘ একজন কৃষ্ণাঙ্গ। ধারণা করা হচ্ছে সাদা অথবা ক্রিম রঙের একটি এসইউভি’র আরোহী সে।

নিহত গুডউইনকে সে দৈব চয়নের মাধ্যমে বেছে নিয়েছে বলে মনে করছে পুলিশ।

পূর্বাশানিউজ/১৭-এপ্রিল,২০১৭/মাহি



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি