রবিবার,৫ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ


ধর্ম অবমাননার অভিযোগে পাকিস্তানে ৩ বোন হত্যা করল আব্বাসকে


পূর্বাশা বিডি ২৪.কম :
২০.০৪.২০১৭

পূর্বাশা ডেস্ক:

১৩ বছর আগে ফজল আব্বাসের বিরুদ্ধে ধর্ম অবমাননার অভিযোগ ওঠে তার একটি বইয়ের জন্যে। এরপর তাকে হত্যার হুমকি দেওয়ার পর তিনি বেলজিয়াম চলে যান। দেশে ফেরার পর ৩ বোন তাকে তার বাসায় গুলি করে হত্যা করেছে। পুলিশ ৩ বোনকে গ্রেফতার করেছে।

৩ বোন আমনা, আফশান ও রাজিয়া জানিয়েছে ১৩ বছর আগে তারা কিশোরী ছিল বলে ফজল আব্বাসকে ধর্ম অবমানরার জন্যে হত্যা করতে পারেনি। কিন্তু এখন তারা বড় হয়েছে এবং তারা তা করেছে। ফজল আব্বাসকে হত্যার পর তারা হত্যার পক্ষে সেøাগান দিতে থাকে। এ হত্যাকা-ে তারা বোরকা পড়ে অস্ত্র নিয়ে ফজল আব্বাসের বাড়িতে যায়। শিয়ালকোটের নানগাল মির্জা গ্রামের ওই বাড়িতে তারা আব্বাসের বাবা মাজহার হোসেন সাইয়েদের কাছে তার ছেলের সঙ্গে দেখা করতে চায়। এসময় আব্বাস বের হয়ে আসলে তাকে গুলি করে হত্যা করে ৩ বোন।

পুলিশের কাছে স্বীকারোক্তিতে ৩ বোন জানায়, ২০০৪ সালে ফজল আব্বাস ধর্মকে অবমাননা করে বই লিখেছিল। আব্বাসের বিরুদ্ধে তখন ধর্ম অবমাননার দায়ে মামলা হয়। এরপর সে পালিয়ে বেলজিয়াম যায়। দেশে ফেরার পর স্থানীয় আদালত থেকে জামিন পেয়েছিল আব্বাস।

২০/০৪/২০১৭/চৈতি।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি