রবিবার,৫ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ


সৌদি আরবে ব্লক করে দেওয়া হয়েছে ৯ লাখ ইন্টারনেট লিংক


পূর্বাশা বিডি ২৪.কম :
২০.০৪.২০১৭

পূর্বাশা ডেস্ক:

সৌদি আরবে ২০১৬ সালে ৯ লাখ ইন্টারনেট লিংক নিজেদের নিয়ন্ত্রণে নিয়েছে। এর মধ্যে ব্লক করে দিয়েছে ৬৮ ভাগ।

ব্লক করে দেওয়া লিংকগুলোর মধ্যে ৯২ ভাগই পর্ন সাইট বলে বুধবার জানিয়েছে সৌদি আরবের তথ্য ও প্রযুক্তি কমিশন (সিআইটিসি)।

সিআইটিসি জানায়, শিশুদের জন্য ক্ষতিকারক এমন ১৩ শ সাইট বন্ধ করে দেওয়া হয়েছে। ইমেলের মাধ্যমে প্রায় ৬ হাজার লিংক বন্ধ করে দেওয়া হয়েছে। পর্নগ্রাফির ৫২ হাজার লিংক রয়েছে তাদের সঙ্গেও যোগাযোগ করা হচ্ছে।

এ ধরনের বাজে সাইটে যাতে ইন্টারনেট ব্যবহারকারীরা কম প্রবেশ করে এ জন্য প্রতিরোধের পরিকল্পনা করা হচ্ছে। পর্ন ও শিশুদের জন্য ক্ষতিকর এমন সাইট বন্ধ করার পদ্ধতি বছরের শুরুতেই থেকেই কার্যক্রম চালানো হচ্ছে।

কমিশনের এই পদক্ষেপ চলমান থাকবে। তবে এটি বন্ধ করা এতো সহজ না কারণ বেশিরভাগ পর্নসাইটের সঙ্গে বিখ্যাত সামাজিক যোগাযোগের মাধ্যমের মাধ্যমের সম্পর্ক রয়েছে। ২০০৮ সাল থেকে সিআইটিসি ৫৫ লাখ ইন্টারনেট লিংক নিয়ন্ত্রণে নিয়েছে তার মধ্যে ৯১.৪ ভাগই পর্ন সাইট।

২০/০৪/ ২০১৭/ চৈতি



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি