রবিবার,৫ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ


নওয়াজকে পদত্যাগের পরামর্শ জারদারির


পূর্বাশা বিডি ২৪.কম :
২০.০৪.২০১৭

পূর্বাশা ডেস্ক:

পানামা পেপার দুর্নীতি মামলার রায় যদি প্রধানমন্ত্রী নওয়াজ শরীফের পক্ষে না যায় তবে তাকে পদত্যাগ করা উচিৎ বলে মন্তব্য করেছেন পাকিস্তান পিপলস পার্টির কো- চেয়ারম্যান আসিফ আলী জারদারি। পাকিস্তানের জিও টিভিকে দেওয়া এক সাক্ষাৎকারে এমন মন্তব্য করেন জারদারি।

আজ বৃহস্পতিবার পানামা পেপার দুর্নীতির রায় দেবে পাকিস্তানের সুপ্রিম কোর্ট। এক বছর ধরে পানামা পেপার দুর্নীতি নিয়ে তোলপাড় চলছে পাকিস্তানে। আদালতের রায়ে ক্ষমতা হারাতে পারেন নওয়াজ।

পাকিস্তানের সাবেক প্রেসিডেন্ট জারদারি সাক্ষাৎকারে বলেন, নওয়াজ যদি আদালতের রায় গ্রহণ করে পদত্যাগ না করে তাতে পাকিস্তানের গণতন্ত্রের ক্ষতিসাধিত হবে এবং দেশজুড়ে একটি বিশৃঙ্খলা তৈরি। জারদারি তাই সরকারকে বিশৃঙ্খলা ঠেকাতে সরে দাঁড়ানোর পরামর্শ দেন।

২০/০৪/২০১৭/ চৈতি।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি