শনিবার,২৭শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ


‘চলচ্চিত্র শিল্পী সবার হাতে যেন কাজ থাকে’


পূর্বাশা বিডি ২৪.কম :
২১.০৪.২০১৭

পূর্বাশা ডেস্ক:

জনপ্রিয় অভিনেতাদের অন্যতম একজন রিয়াজ। দর্শকদের টানা সুপারহিট ছবি উপহার দিয়েছেন একরে পর এক। এখনও বড় এবং ছোটপর্দায় সমানতালে কাজ করছেন তিনি। গত সপ্তাহে ভারতের কালিম্পংয়ে গিয়েছিলেন এ অভিনেতা। সেখানে তিনি দুটি নাটকের শুটিংয়ে অংশ নেন। নাটক দুটির নাম ‘মেঘের বাড়ি’ ও  ‘একদিন অসুখে’। দুটি নাটকই পরিচালনা করেছেন সতীর্থ রহমান । আর এ নাটক দুটিতে তার সহশিল্পী হিসেবে অভিনয় করেছেন ছন্দা ও শানু। মেঘের মনোরম পরিবেশে নাটকের শুটিং করে এসে রিয়াজ গতকাল মানবজমিনকে বলেন, এখন তো বেশকিছু নাটকেই কাজ করা হচ্ছে। তবে কোনটা ঈদে টিভিতে প্রচার হবে বলা মুশকিল। তবে ভালো কিছু কাজ করেছি। এরমধ্যে ভারতের কালিম্পংয়ে চিত্রায়িত সতীর্থ ও লিটু সাখাওয়াতের যৌথ রচনায় ‘মেঘের বাড়ি’ ও ইরাজ আহমেদের রচনায় ‘একদিন অসুখে’ নাটক দুটি দর্শক পছন্দ করবেন বলে আশা করছি। সতীর্থের নির্দেশনায় এ নাটক দুটিতে তার ও ছন্দার জমজ মেয়ে টাপুর-টুপুরও কাজ করেছে। এখন ঢাকা এসেও বেশকিছু কাজ করা হচ্ছে নাটক দুটির। এদিকে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির আসন্ন নির্বাচনে প্রার্থী হয়েছেন এই অভিনেতা। এতে তিনি জায়েদ-মিশা প্যানেল থেকে সহ-সভাপতি পদে নির্বাচন করবেন। শিল্পী সমিতির এই নির্বাচনে মিশা সওদাগর-জায়েদ খান প্যানেল ছাড়াও ওমর সানী-অমিত হাসান ও ড্যানি সিডাক-ইলিয়াস কোবরা প্যানেল মনোনয়নপত্র জমা দিয়েছে। আসছে ৫ই মে অনুষ্ঠিতব্য এ নির্বাচন নিয়ে রিয়াজ বলেন, আমরা একটা নতুন নেতৃত্বের জোয়ার চাই। বিগত দিনগুলোতে যাদেরকে আমরা পেয়েছি তারা চেষ্টা করেছে। তারপরও চলচ্চিত্র ধ্বংসের দ্বারপ্রান্তে পৌছে গিয়েছে। আমরা শেষ চেষ্টা করে দেখতে চাই যদি সেখান থেকে এই অবস্থার উত্তরণ ঘটে। আমাদের চাওয়াটা হচ্ছে, চলচ্চিত্র শিল্পী সবার হাতে যেন কাজ থাকে, শুধু প্রেসিডেন্ট বা সেক্রেটারির হাতেই যেন তা না থাকে। সব শিল্পীকে নিয়ে ইউনিট যেন কাজ করে সেই চেষ্টাই থাকবে। ব্যক্তিগতভাবে আমি চাই একজন শিল্পীর কখনো কারো কাছে নিজেকে যেন ছোট করতে না হয়। পাশাপাশি একটি ভালো নিয়মের মধ্যে শিল্পীদেরকে নিয়ে আসার চেষ্টাও থাকবে। এদিকে পি এ কাজল পরিচালিত ‘আমরাও পারি’ নামের একটি ছবিতে কাজ করার কথা রয়েছে রিয়াজের। এ ছবিতে মৌসুমীর বিপরীতে অভিনয় করবেন তিনি। তবে এখনও ছবিটিতে চুড়ান্তভাবে চুক্তিবদ্ধ হননি এ অভিনেতা। বড় ও ছোট- দুই পর্দাতেই সমান তালে কাজ করছেন এই রিয়াজ। তবে ভালোবাসাটা কোথায় বেশি জানতে চাইলে বলেন, আমার কাছে বড় বা ছোট পর্দা দুটোই এক, আলাদা কিছু নয়। সব চলচ্চিত্রে অভিনয় করে যেমন তৃপ্তি পাওয়া যায় না, তেমনি সব নাটকেও না। ভালো গল্পে কাজ করতে পারলেই আত্মতৃপ্তি পাই। সেটা চলচ্চিত্র কিংবা টিভি যেখানেই হোক। ভালো চলচ্চিত্রে এখনও কাজ করতে চান রিয়াজ। মনে মনে সেরকম গল্পও প্রতিনিয়ত খুঁজছেন। এ অভিনেতা সবশেষে বলেন, আমাদের চলচ্চিত্রের মূল সমস্যা গল্পের। আমি নতুন নতুন অনেক ছবির প্রস্তাব পাচ্ছি। তবে গল্প কেনো যে মনে ধরে না বুঝি না। যে ধরনের চরিত্রে অভিনয় করতে চাই তা আমার কাছে আসে না। সেই জন্য ব্যাটে-বলে মিলে না বলে কাজও করছি না। আমি মনে করি, ভালো গল্পের চিত্রনাট্য একটি অভিনয় শিল্পীর জন্য শুধু না, ইন্ডাস্ট্রির জন্যও বড় প্রয়োজন। সেই অর্থে ভালো কোনো গল্প এখন আমার হাতে আসে না। এ কারণে বড়পর্দায় কাজ করা হয়ে ওঠছে না। উল্লেখ্য, রিয়াজ দীর্ঘদিন পর মাহির বিপরীতে কিংবদন্তি কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের ‘কৃষ্ণপক্ষ’ উপন্যাস অবলম্বনে মেহের আফরোজ শাওনের ‘কৃষ্ণপক্ষ’ এবং ওয়াজেদ আলী সুমনের ‘সুইটহার্ট’ ছবিতে মিমের বিপরীতে কাজ করে আবারো নতুন করে আলোচনায় এসেছিলেন।

পূর্বাশানিউজ/২১-এপ্রিল,২০১৭/ফারজানা



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি