রবিবার,৫ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ


উত্তর কোরিয়ার কাছে মার্কিন যুদ্ধবিমান বিধ্বস্ত


পূর্বাশা বিডি ২৪.কম :
২২.০৪.২০১৭

পূর্বাশা ডেস্ক:

উত্তর কোরিয়াতে ফিলিপাইনের কাছে সমুদ্রে, শুক্রবার এয়ারক্র্যাফট কেরিয়ার ইউইসেএস কার্ল ভিনশনে এ নামার সময় এফ/এ ফাইটার জেট বিধ্বস্ত হয়েছে। জেটটটি নামানোর সময়ই সমস্যা দেখা যায়। তবে পাইলটেকে সাবধানে উদ্ধার করা গিয়েছে বলে জানা গেছে।

সমস্যা দেখে, নামার সময়ই জেটটিকে শেষ পর্যন্ত নামানোর আশা ছেড়ে দেন পাইলট। সঙ্গে সঙ্গে ক্র্যাশ করে ফাইটার জেটটি। নিরাপএ সেই জেট থেকে বেরিয়ে আসতে পারেন পাইলট। এরপর তাকে হেলিকপ্টারের মাধ্যমে উদ্ধার করা যায়। ঘটনাটি ঘটে ফিলিপাইনের দক্ষিণে সেলিবস সমুদ্রে।

ঘটনাটির তদন্ত চলছে বলে জানা গেছে। কার্ল ভিনশনের চিকিৎসকদের দলইপাইলটের চিকিৎসার দিকটি দেখাশোনা করছে। যদিও সেই পাইলট গুরুতর ভাবে আহত হননি বলেই জানা গেছে। সম্প্রতি এই এয়ারক্র্যাফট কেরিয়ার ডোনাল্ড ট্রাম্প ও উত্তর কোরিয়ার হুমকি ধামকির প্রভাব ফেলেছে।

পূর্বাশানিউজ/২২-এপ্রিল,২০১৭/ফারজানা



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি