সোমবার,৬ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ


ভারতের উত্তর প্রদেশে অফিসে জিন্স পরায় থাপ্পর !


পূর্বাশা বিডি ২৪.কম :
২৩.০৪.২০১৭

পূর্বাশা ডেস্ক:

ভারতের উত্তর প্রদেশে এক অফিস কর্মী জিন্স পরায় তাকে জরিমানা করা হয়েছে। জেলা ম্যাজিস্ট্রেট সুরেন্দ্র সিং উত্তর প্রদেশে জমি অধিগ্রহণ অফিসের সহকারী কর্মকর্তা আনোয়ার হোসেন কোরেশিকে জিন্স পরা ও অফিসে পান খাওয়ার অপরাধে থাপ্পর মারেন এবং ৫শ রুপি জরিমানা করেন। অফিসে পোশাক পরার ক্ষেত্রে ফরমাল সার্ট-প্যান্ট ব্যবহার করার বিধান থাকায় ম্যাজিস্ট্রেট জিন্স পরার বিরুদ্ধে ব্যবস্থা নেন। যে অফিসে ম্যাজিস্ট্রেট গিয়েছিলেন সে অফিসের পার্কিং অঞ্চলও বন্ধ রাখেন তিনি যাতে কোন কর্মকর্তা অফিস চলাকালীন বাইরে যেতে না পারে। ম্যাজিস্ট্রেট সুরেন্দ্র সিং বলেন, ‘অফিসে যেনযেতন পোশাক পরে আসা যাবে না এবং পান খাওয়া যাবে না। এ সংক্রান্ত সরকারি পরিপত্র প্রায় ১৫ দিন আগেই জারি করা হয়েছিল তার বাস্তবায়নেই আমরা মাঠে নেমেছি।’

পূর্বাশানিউজ/২৩-এপ্রিল,২০১৭/মাহি



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি