শুক্রবার,১০ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ
  • প্রচ্ছদ » কুমিল্লা নিউজ » মেয়র সাক্কুর গ্রেফতারী পরোয়ানা- কাউন্সিলর বাবু গ্রেফতার- আতংকে নব নির্বাচিত কাউন্সিলর সুরুজ চেয়ারম্যান


মেয়র সাক্কুর গ্রেফতারী পরোয়ানা- কাউন্সিলর বাবু গ্রেফতার- আতংকে নব নির্বাচিত কাউন্সিলর সুরুজ চেয়ারম্যান


পূর্বাশা বিডি ২৪.কম :
২২.০৪.২০১৭


স্টাফ রিপোর্টার ॥
কুমিল্লা সিটি কর্পোরেশনের মেয়র মনিরুল হক সাক্কুর বিরুদ্ধে দুদুকের মামলার গ্রেফতারী পরোয়ানা। আগামী ৯ মে এর মধ্যে স্বেচ্ছায় আদালতে আত্ম সমর্পন না করলে স্থাবর অস্থাবর সম্পত্তি বায়েজাপ্ত করবে দুুদুক। এনিয়ে কুমিল্লা সিটিকর্পোরেশনের বিভিন্ন মহলে ছলছে জল্পনা-কল্পনা। এদিকে ৮নং ওয়ার্ড থেকে নির্বাচিত জামায়াত সমর্থিত কাউন্সিলর একরাম হোসেন বাবুকে আটক করেছে কোতয়ালী থানা পুলিশ। তার বিরুদ্ধে ৩ টি মামলার গ্রেফতারী পরোয়ানা ও ১৫ টি বিচারাধীন মামলা রয়েছে। এদিকে কুসিক নিবাচনে জামায়াতের ৫জন প্রার্থীর মধ্যে ৪জন নির্বাচিত হয়েছে বলে দাবী করেছেন জামায়াতের নেতৃবৃন্দরা। তারা হলেন মোশারফ হোসেন, গোলাম কিবরিয়া, একরামুল হক ও ২০ নং ওয়ার্ডের সাবেক চেয়ারম্যান ছিদ্দিকুর রহমান সুরুজ।
বিএনপি থেকে চেয়ারম্যান নির্বাচিত হলেও এবার মনোনয়ন পাননি ২০ নং ওয়ার্ডের প্রাথী নবনির্বাচিত কাউন্সিলর ছিদ্দিকুর রহমান সুরুজ। তিনি বিএনপি থেকে মনোনীত না হওয়ায় কৌশলে আশ্রয় নেন জামায়াত থেকে। জামায়াতের নেতৃবৃন্দরা সরাসরি মাঠে না নামতে পারলেও কৌশলে কাজ করেছিলেন ছিদ্দিকুর রহমান সুরুজের পক্ষে। নির্বাচনে স্বতন্ত্র হিসেবে প্রার্থী হয়ে জামায়াতের সহযোগিতা নিয়ে তিনি নির্বাচিত হন। নির্বাচিত হওয়ার পর জামায়াতে বিভিন্ন সাইট ও ফেইসবুক থেকে পোষ্ট করে দাবী করা হচ্ছে জামায়াতে ৫জন প্রার্থীর মধ্যে ৪জন নির্বাচিত। এরই মধ্যে একজন হচ্ছে ২০নং ওয়ার্ডের নবনির্বাচিত কাউন্সিলর জামায়াতনেতা ছিদ্দিকুর রহমান সুরুজ।

এছাড়া তিনি নির্বাচিত হওয়ার পর জামায়াতের বিভিন্ন নেতাকর্মীরা তাকে ফুল দিয়ে শুভেচ্ছা ও অভিনন্দন জানান। এদিকে মেয়র সাক্কুর বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা জারি, কাউন্সিলর বাবু গ্রেফতারের কথা শুনে আতংকে রয়েছে তিনি। এছাড়া জামায়াত থেকে নির্বাচিত বিষয়টি তিনি অস্বীকার করেন। বিষয়টি নিয়ে তার সাথে কথা বলতে চাইলে তিনি কথার পাস কাটিয়ে যান। তা ছাড়া সে তার ব্যক্তিগত সম্পত্তির বিষয়ে অনেক লুকোচুরী করেছেন। যা মনোনয়নপত্র জমা কালে হলফনামায় অনেক তথ্য গোপন রেখেছেন। যা হলফনামার হিসেবের চাইতে বাস্তব সম্পদের পরিমান অনেক বেশি।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি