রবিবার,২৮শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ


মালদ্বীপে দুষ্কৃতকারীর ছুরিকাঘাতে ব্লগার নিহত


পূর্বাশা বিডি ২৪.কম :
২৩.০৪.২০১৭


পূর্বাশা ডেস্ক:

মালদ্বীপের রাজধানী মালেতে উদারপন্থী ব্লগার ইয়ামিন রাশিদকে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। রবিবার তার পরিবারের সদস্য ও সহকর্মীরা একথা জানান।

পরিবারের সদস্যরা আরো জানান, রোববার ভোরে ২৯ বছর বয়সী রাশিদকে গুরুতর আহত অবস্থায় তার অ্যাপার্টমেন্টের সিঁড়িতে পড়ে থাকতে দেখা যায়। তার মাথায় ও বুকে ছুরির আঘাতের কয়েকটি জখম ছিল। দ্রুত তাকে হাসপাতালে নেয়া হলে সেখানে সে মারা যায়। তার ডেইলি প্যানিক নামের ব্লগটিতে ৩ লাখ ৪০ হাজার সুন্নি মুসলিম জনসংখ্যার দেশটির রাজনীতিবিদদের নিয়ে ব্যঙ্গ করা হতো।

এই নিয়ে দেশটিতে তিনজন গণমাধ্যম ব্যক্তিত্বকে লক্ষ্য করে হামলা চালানো হল। এর আগে ২০১২ সালে অজ্ঞাত হামলাকারীরা ব্লগার ইসমাইল রশিদ ওরফে হিলাতকে ছুরিকাঘাত করা হয়। ২০১৪ সালের আগস্ট মাসে মুক্তচিন্তার দৈনিক মিনিভান নিউজের সাংবাদিক আহমেদ রিলওয়ানকে অপহরণ করা হয়। এরপর থেকে তার কোন খোঁজ পাওয়া যায়নি।

২৩ এপ্রিল, ২০১৭ ইং/ চৈতি।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি