রবিবার,৫ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ


যুক্তরাষ্ট্র জুড়ে ‘মার্চ ফর সায়েন্স’ র‌্যালি


পূর্বাশা বিডি ২৪.কম :
২৩.০৪.২০১৭

পূর্বাশা ডেস্ক:

বিজ্ঞানভিত্তিক গবেষণায় তহবিল বাড়ানোর দাবিতে যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটনসহ বিশ্বের বিভিন্ন দেশে হাজার হাজার মানুষ সমবেত হয়ে মানববন্ধন করেছে। ‘মার্চ ফর সায়েন্স’ নামের ওই মানববন্ধন ওয়াশিংটনে শুরু হয়। তারা ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে মানববন্ধন করেন।

ট্রাম্প প্রশাসন বাজেটে বিজ্ঞান ও পরিবেশের ১২.৬ বিলিয়ন ডলার থেকে কমিয়ে ৫.৩ বিলিয়ন ডলার করেছে। এই বাজেট হ্রাস বিজ্ঞানভিত্তিক পদক্ষেপ গ্রহণের অন্তরায় বিজ্ঞানমনস্করা তার বিরোধিতা করে জ্ঞানভিত্তিক গবেষণার দাবিতে ওয়াশিংটনে জড়ো হন।

মেঘ ঘনকালো আকাশ ও গুড়িগুড়ি বৃষ্টি উপেক্ষা করে ওয়াশিংটনের ন্যাশনাল পার্কের সামনে জড়ো হয়। জলবায়ূর নেতিবাচক প্রভাব যাতে না পরে সেই জন্য নীতি নির্ধারক হিসেবে স্পিকারের কাছে মানববন্ধন আয়োজকরা দাবি জানান।

পরিবেশ যাতে প্রভাব হ্রাস করা যায় সেজন্য তহবিল বাড়ানোর। মানবন্ধনে আসা এক ব্যক্তি বলেন, এখানে আসলে আমাদের ব্যক্তিগত কোনো স্বার্থ নেই। তবুও আমরা এসেছি। কারণ ভবিষ্যতে যাতে জলবায়ূর মোকাবিলা করা যায় ও এর নেতিবাচক প্রভাবমুক্ত থাকা যায় তার জন্যই মানববন্ধনে আসা।

মানববন্ধনে আসা অনেকে আবার বিজ্ঞানভিত্তিক বিভিন্ন শ্লেষ হাতে করে নিয়ে এসেছ্নে। অনেকে আবার বিজ্ঞানীদের ছবি হাতে করে নিয়ে এসেছেন। একজনের হাতে দেখা যায় আলবার্ট আইনস্টাইনের ছবি। অনেকে লন্ডন ও এন্টারর্টিকার ছবিও বহন করেছেন।

ট্রাম্প ক্ষমতা গ্রহণের একদিন পরে হাজার হাজার নারী রাজপথে নেমে তার ট্যাক্স রিটার্ন প্রকাশের দাবি জানায়। এর পর জলবায়ূ মোকাবিলায় হাজারো জনতা রাজপথে নেমে আসলেন এবার।

মানবন্ধন শুধু ওয়াশিংটনেই সীমাবদ্ধ ছিল না। এর প্রভাব পরে শিকাগো, লস এঞ্জেলস, ক্যালিফোর্নিয়া ও হাওয়াই পর্যন্ত। শিকাগোতে প্রায় ৪০ হাজার মানুষ মানবন্ধন করেছে বলে কর্তৃপক্ষ জানিয়েছে। শিকাগোর স্থানীয় গণমাধ্যম এনবিসি ৫ নিউজ জানিয়েছে, পুলিশ মানববন্ধনে কোনো ধরনের বাঁধা দেয়নি।

এছাড়া বাদ যায়নি লস এঞ্জেলস। এখানে বিলেনিয়ারি ডেমোক্রেটিক দাতা ও পরিবেশ আন্দোলনকারী টম স্টেয়ারের নেতৃত্বে মানববন্ধন হয়। এছাড়া বিক্ষোভকারীদের সমর্থন জানিয়েছেন ক্যালিফোর্নিয়ার ডেমোক্রেটিক সিনেটর পিট আগুইলার।

এক টুইট বার্তায় তিনি প্রশাসনকে বিজ্ঞানসম্মত কাজে তহবিল বাড়ানোর গুরুত্বারোপ করেছেন। সমর্থন জানিয়েছেন হাওয়াই এর ডেমোক্রেটিক সিনেটর ম্যাজিই হিরোনোও। এক টুইট বার্তায় তিনি বিজ্ঞানের চেয়ে আর কোনো কিছু নেই। তাই এ বিষয়টিকে গুরুত্ব দিতে তিনি ফেডারেল সরকারের প্রতি আহবান জানিয়েছেন।

পূর্বাশানিউজ/২৩-এপ্রিল,২০১৭/মাহি



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি