সোমবার,৬ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ


এবার উত্তর কোরিয়ার পারমাণবিক হুমকি অস্ট্রেলিয়াকে


পূর্বাশা বিডি ২৪.কম :
২৩.০৪.২০১৭

পূর্বাশা ডেস্ক:

অস্ট্রেলিয়াকে পারমাণবিক হামলায় উড়িয়ে দেয়ার হুমকি দিয়েছে উত্তর কোরিয়া। উত্তর কোরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেছেন, যদি ক্যানবেরা অন্ধ ও জোরালোভাবে মার্কিন যুক্তরাষ্ট্রকে সমর্থন দিয়ে যায় তাহলে তাকে চরম মূল্য দিতে হবে। উত্তর কোরিয়ার সরকারি বার্তা সংস্থা দেশটির পররাষ্ট্রমন্ত্রণালয়ের বরাত দিয়ে জানায়, অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রী উত্তর কোরিয়াকে উচ্ছৃঙ্খল হিসেবে পরিচয় দিয়ে দেশটির ওপর ফের নিষেধাজ্ঞার যে হুমকি দিয়েছেন তার নিন্দা জানিয়েছে সরকার।

দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের ভীতিকর এক বিবৃতিতে বলা হয়েছে, অস্ট্রেলিয়া যদি যুক্তরাষ্ট্রকে উত্তর কোরিয়ার কণ্ঠ রোধ ও এক ঘরে করার চেষ্টায় অব্যাহত সমর্থন দিয়ে যায় তাহলে তা হবে আত্মঘাতি এবং অস্ট্রেলিয়া উত্তর কোরিয়ার কৌশলগত পারমাণবিক হামলার মধ্যেই পড়বে। উত্তর কোরিয়া অস্ট্রেলিয়ার সমালোচনাকে আবর্জনার সঙ্গে তুলনা করে এও বলে, তা অব্যাহত থাকলে আত্মরক্ষার জন্যে উত্তর কোরিয়াও সমুচিত জবাব দেবে।

গত বৃহস্পতিবার কমনওয়েলথভুক্ত দেশ অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রী জুলি বিশপ বলেন, উত্তর কোরিয়ার ওপর নিষেধাজ্ঞা দেশটিকে পরিস্কার বার্তা দিচ্ছে যে তার ঔদ্ধত্যপূর্ণ আচরণ সহ্য করা হবে না। জুলি বিশপ এও বলেন, পারমাণবিক শক্তিসম্পন্ন দেশ হিসেবে উত্তর কোরিয়াকে এ অঞ্চলে অগ্রহণযোগ্য।

অস্ট্রেলিয়ার প্রতি উত্তর কোরিয়ার এ হুমকি এমন এক সময় আসল যখন যুক্তরাষ্ট্র ও উত্তর কোরিয়ার মধ্যে তীব্র উত্তেজনা বিদ্যমান রয়েছে এবং কোরিয়ার পেনিনসুলায় মার্কিন বিমানবাহী রণতরী আরামাদা রওনা হওয়ার পর দিক পরিবর্তন করে অস্ট্রেলিয়ার দিকে আগাচ্ছে। একই সঙ্গে সিরিয়ায় যুক্তরাষ্ট্রের ৫৯টি টমাহক ক্ষেপণাস্ত্র হামলার পর রাশিয়ার সঙ্গে দেশটির কঠিন শীতল সম্পর্ক চলছে। একই সঙ্গে দক্ষিণ চীন সাগর নিয়ে যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যে সম্পর্ক স্বাভাবিক অবস্থায় নেই। বিমানবাহী রণতরী, ডুবো জাহাজ ও জঙ্গি বিমানের মহড়া দিয়ে দেশগুলো সার্বিক পরিস্থিতি উত্তেজনাপূর্ণ করে রেখেছে। একই সঙ্গে পারমাণবিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা থেকে উত্তর কোরিয়া সরে না আসার ঘোষণা দিয়েছে।

পূর্বাশানিউজ/২৩-এপ্রিল,২০১৭/মাহি



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি